Vastu and Astro Tips: বাড়ির মূল দরজা দু’পাল্লার হলে জীবনে পাপী গ্রহের জোর উৎপাত চলবে? জ্যোতিষশাস্ত্র বলছে…
Astrology: পুরনো দিনের বাড়ির দরজা, জানলাগুলি দুই অংশে বিভক্ত থাকত। শুধু দেখতে অন্যরকম বলেই নয়, বাস্তুশাস্ত্র অনুসারে এই ডাবল লিফ দরজার বিশেষ কারণ রয়েছে। এর পিছনে রয়েছে জ্যোতিষশাস্ত্রের তত্ত্বও।

সখের বাড়ি সকলেই চায় মনের মতো করে সাজাতে। পছন্দের জিনিস দিয়ে নিজের বাড়ি সাজাচ্ছেন তো বটে, বাস্তুশাস্ত্রের কথা মাথায় রাখছেন তো? এখন খুব মডিউলার বাড়ির চল রয়েছে। কিন্তু কেউ কেউ ট্রেন্ডে গা না ভাসিয়ে পুরনো দিনের স্টাইলে বাড়ি ঘর সাজান। বাড়ির দরজা ও জানলাও পুরনো স্টাইলে করে থাকেন। দুই পাল্লার মূল দরজা আজকালকার বাড়িতে দেখা যায় না। সেখানে এক পাল্লার দরজা দেখা যায় বেশি। পুরনো দিনের বাড়ির দরজা, জানলাগুলি দুই অংশে বিভক্ত থাকত। শুধু দেখতে অন্যরকম বলেই নয়, বাস্তুশাস্ত্র অনুসারে এই ডাবল লিফ দরজার বিশেষ কারণ রয়েছে। এর পিছনে রয়েছে জ্যোতিষশাস্ত্রের তত্ত্বও।
বাস্তুশাস্ত্র অনুসারে, দুই পাল্লার দরজা বরাবর শুভ বলে মনে করা হয়। এই দু’পাল্লার দরজা প্রতি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়াতে সাহায্য করে। নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে দূরে রাখে। বিশেষ করে, দুই পাল্লার দরজা দুই পাপী গ্রহের প্রকোপ থেকে বাড়িকে রক্ষা করে।
পাপী গ্রহ কারা? শাস্ত্র অনুযায়ী রাহু ও কেতুকে সাধারণত বলা হয় পাপী গ্রহ। বাড়িতে দু’পাল্লার মূল দরজা থাকলে, এই দুই গ্রহের অশুভ প্রভাব থেকে বাড়িকে রক্ষা করা যায় বলে বিশ্বাস করা হয়। ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও বাড়িতে দুই পাল্লার মূল দরজা হলে সেখান দিয়ে পাপী গ্রহ অর্থাৎ রাহু ও কেতু প্রবেশ করতে পারে না। ফলে জীবন শান্তিপূর্ণ হয়।
এ ছাড়াও দু’পাল্লার দরজা মানে তা নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। সাধারণত বাড়ির দু’পাল্লার দরজা কাঠের হয়। অনেকটা স্পেস পাওয়া যায়। কোনও বাড়িতে দু’পাল্লার দরজা, জানলা থাকলে আলো-বাতাসও ঠিক ঠাক চলাচল করে।
