AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Badrinath Temple: খুলে গিয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা, চারধাম যাত্রায় রয়েছে অনেক অজানা তথ্য

Char Dham Yatra 2023: শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর পুজো করে মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দির দর্শনের কারণে এদিন ভক্তদের ঢল পড়েছিল চোখে পড়ার মতো।

Badrinath Temple: খুলে গিয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা, চারধাম যাত্রায় রয়েছে অনেক অজানা তথ্য
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 4:23 PM
Share

চারধামের অন্যতম মন্দির হল বদ্রীনাথ। কেদারনাথ মন্দিরের পর এবার বদ্রীনাথ মন্দিরেরও দরজা খুলে দেওয়া হল প্রায় ৬ মাস পর। আজ সকাল হিন্দু নিয়ম অনুযায়ী ও ধুমধাম করে পবিত্র মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ও পুজো করা হয়। শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর পুজো করে মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দির দর্শনের কারণে এদিন ভক্তদের ঢল পড়েছিল চোখে পড়ার মতো।

বদ্রীনাথ যাত্রা মন্দির কবে খুলেছে, বন্ধ কবে হবে, জানুন এখানে…

খোলার তারিখ – ২৭ এপ্রিল, – সকাল ৭টা ১০ মিনিট শেষ তারিখ – ২১ নভেম্বর, ২০২৩

উত্তরাখণ্ডের অলকানন্দা নদীর তীরে চামোলি জেলার গাড়ওয়াল পাহাড়ে অবস্থিত এই মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০, ২০০ ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরটি জোশীমঠ থেকে প্রায় ৪৫ কিমি দূরে। বসন্ত পঞ্চমীর শুভ দিনে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মন্দিরের দরজা খোলার তারিখ এবং সময় নির্ধারণ করা হয়েছিল। নরেন্দ্রনগরে অবস্থিত তেহরি নরেশের রাজদরবার থেকে এই ঘোষণা করা হয়েছে। মন্দিরটি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আরও ৬ মাস খোলা থাকবে।

শীত শুরু হতেই বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। বন্ধ থাকবে এবং শেষ তারিখ ঘোষণা করা হবে বিজয়া দশমী বা দশেরার প্রাক্কালে। উত্সব মূর্তিটি যোশিমঠের নরসিংহ মন্দিরে স্থানান্তরিত হয় ও পুরোহিতরা নরসিংহ মন্দিরে মূর্তির কাছে প্রার্থনা চালিয়ে যান এবং বদ্রীনাথ মন্দিরের দরজা বন্ধ করার আগে পুরোহিতরা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান।

বদ্রীনাথ মন্দির দেখার সেরা সময়?

বদ্রীনাথ মন্দির দেখার সেরা সময় মে-জুন মাসে তবে এই সময় মন্দিরে ভিড় হয় তাই ভক্তরা অক্টোবর মাসেও যেতে পারেন। বর্ষার সময় ভ্রমণ এড়িয়ে চলুন। যদি ভ্রমণ করেন তাহলে ছাতা থেকে রেইনকোট ও গরম কাপড় পর্যন্ত আপনার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত জিনিস রাখবেন।

কীভাবে বদ্রীনাথ মন্দির দর্শন করবেন?

বদ্রীনাথ মন্দিরে যাওয়ার সবচেয়ে সাধারণ উপায় হল জোশীমঠ থেকে। আপনি যদি দিল্লি থেকে ভ্রমণ করেন তবে আপনাকে প্রথমে হরিদ্বারে পৌঁছতে হবে তারপর হরিদ্বার থেকে জোশিমঠ পৌঁছতে ১০ ঘন্টা সময় লাগে। মন্দিরটি জোশিমঠ থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। জোশীমঠ থেকে বদ্রীনাথ মন্দিরে রাতে ভ্রমণ করবেন না কারণ পাহাড়ি রাস্তাগুলি জটিল ও ঝুঁকিপূর্ণ। তাই রাতের ভ্রমণের অনুমতি দেওয়া হয় না। কিন্তু হরিদ্বার থেকে জিপ এবং বাসের বিকল্প পেতে পারেন।

বদ্রীনাথ মন্দির কোথায়?

বদ্রীনাথ মন্দির চামোলি জেলার গাড়ওয়াল পাহাড়ে অবস্থিত এবং এটি জোশিমঠ থেকে ৪৫ কিলোমিটার দূরে।

বদ্রীনাথে কোন দেবতার পূজা করা হয়?

এই পবিত্র মন্দিরে ভগবান বিষ্ণুর পূজা করা হয়।