AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Benefits of Clay: বাড়িতে মাটির জিনিস রাখা শুভ, সমৃদ্ধি ও সুখ ফিরে পেতে কী কী কিনবেন?

Vastu Tips for Home: বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোন জিনিসগুলি রাখা উচিত, সেগুলির একটা ধারণা পাওয়া উচিত।সমৃদ্ধি ও সুখ-শান্তি আনতে মাটির তৈরি কোন কোন জিনিসগুলি ঘরে আনবেন, তা জেনে নিন এখানে...

Benefits of Clay:  বাড়িতে মাটির জিনিস রাখা শুভ, সমৃদ্ধি ও সুখ ফিরে পেতে কী কী কিনবেন?
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 9:28 AM
Share

হিন্দু ধর্মে, পৃথিবীকে মাতৃরূপে দেখা হয়। হিন্দুরা বিশ্বাস করেন, পৃথিবী আসলে শুভ ও সাফল্যের প্রতীক। তাই ঘরে যদি মাটির কোনও জিনিস রাখা হয়, তাহলে খুব শুব বলে মনে করা হয়। সব কিছু শুভ করতে বাড়িতে ও মানুষের আশেপাশে মাটির যে কোনও জিনিস রাখা উচিত। শাস্ত্রেই শুধু নয়, বাস্তুধর্মেও রয়েছে এর উল্লেখ। বিশ্বাস করা হয়, মাটির তৈরি কিছু জিনিস বাড়িতে আনলে সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধির বন্ধ জানলা খুলে যায়। বাড়িতে শুধু পজিটিভ শক্তির প্রভাব পড়ে না তাই নয়, একই সঙ্গে ঘর থেকে নেতিবাচক শক্তিরও নিকেশ ঘটে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন কোন জিনিসগুলি রাখা উচিত, সেগুলির একটা ধারণা পাওয়া উচিত।সমৃদ্ধি ও সুখ-শান্তি আনতে মাটির তৈরি কোন কোন জিনিসগুলি ঘরে আনবেন, তা জেনে নিন এখানে…

মাটির প্রদীপ

বাড়িতে মাটির প্রদীপ জ্বালিয়ে পুজোর স্থানে জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে প্রদীপের মাধ্যমে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। ঈশ্বরের আরাধনায় শুধুমাত্র মাটির প্রদীপ ব্যবহার করা উচিত। প্লাস্টিক বা ধাতব প্রদীপ থেকে দূরে থাকা উচিত।

মাটির ভাস্কর্য

মাটির মূর্তি ঘরের জন্য শুভ বলে মনে করা হয়। বাড়িতে মাটির মূর্তি রাখা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও শুভ ও এটিকে বাস্তুশাস্ত্রেও খুব শুভ মনে করা হয়। মাটির প্রতিমা ঘরের পরিবেশকে মনোরম ও শান্তিপূর্ণ রাখে।

মাটির পাত্র

বর্তমান সময়ে মাটির পাত্র সম্পূর্ণরূপে ব্যবহার করা যায় না। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু, এমন অনেক পাত্র রয়েছে যা মাটির হতে পারে। পাখিদের জল দেওয়ার জন্য মাটির পাত্র রাখা যেতে পারে, বাড়িতে রান্নার জন্য মাটির পাত্রে জল রাখা যেতে পারে, মাটির কুড়াল রাখা যেতে পারে বা শিশুদের জন্য মাটির খেলনা আনা যেতে পারে।

মাটির হাঁড়ি

বর্তমানে, বাজারে দারুণ দারুণ ডিজাইনের মাটির কড়া, হাঁড়ি পাওয়া যায়। এগুলি দেখতেও যেমন আকর্ষণীয়, তেমনি সুন্দর দেখতেও লাগে। অনেকে মাটির ভেবে প্লাস্টিক ও কিছু চিনামাটির বাসনের মতো বিভিন্ন ধরণের জিনিস কিনে ঘরে আনতে পারেন। ঘরে মাটির পাত্র রাখা খুবই শুভ।