Chanakya Niti: জীবনে কখনও সফল হতে পারেন না এই ধরনের মানুষরা! সতর্কবার্তা আছে চাণক্য নীতিতে
Success in Life: জীবনে সাফল্য হওয়ার পথে বাধা তো আসবেই, কিন্তু সঠিক পথে চললে সব বাধাই ছোট হয়ে যায়। এব্যাপারে চাণক্য নীতিতে বলা হয়েছে, এক জন মানুষের সাফল্য ও ব্যর্থতা শুধুমাত্র থাকে তারই হাতে। উন্নতির শিখরে আসতে যদি কিছু অভ্যেস থেকে দূরে সরে গিয়ে রুটিন মেনে চলা হয়. তাহলে সাফল্য তার দোড়গোড়াতেই আসবে।

বিলাসবহুল গাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি, কুবের আশীর্বাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকা-পয়সা, দেশ-বিদেশ ঘুরে বেড়ানো …এমন স্বপ্ন দেখেন, কিন্তু কীভাবে এগুলি জীবনে আসবে, তার নিয়ে দিশেহারা থাকেন অনেকে। জীবনে সাফল্য হওয়ার পথে বাধা তো আসবেই, কিন্তু সঠিক পথে চললে সব বাধাই ছোট হয়ে যায়। এব্যাপারে চাণক্য নীতিতে বলা হয়েছে, এক জন মানুষের সাফল্য ও ব্যর্থতা শুধুমাত্র থাকে তারই হাতে। উন্নতির শিখরে আসতে যদি কিছু অভ্যেস থেকে দূরে সরে গিয়ে রুটিন মেনে চলা হয়. তাহলে সাফল্য তার দোড়গোড়াতেই আসবে। উল্লেখ্য, আচার্য চাণক্য হলেন একজন মহান কৌশলবিদ ও অর্থনীতিবিদ। তাঁর নীতিতে উল্লেখ রয়েছে. একজন ব্যক্তি তার জীবনেই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
চাণক্য নীতিতে বলা হয়েছে., কিছু অভ্যেস রয়েছে, যেগুলি একজন মানুষকে অবনতির দিকে ঠেলে দেয়। জীবনে কখনও সাফল্যের মুখ দেখেন না। কিন্তু কোন কোন রুটিন বা অভ্যেসগুলি জীবনের মধ্যে আনা উচিত, তা দেখে নিন…
অলস
আচার্য চাণক্যের মতে, মানুষের সবচেয়ে বড় শত্রু হল অলসতা। একজন অলস ব্যক্তি জীবনে কখনও সাফল্য অর্জন করতে পারেন না। অলসতার কারণে কোনও কাজ সময়মত করেন না, বরং কাজ এড়িয়ে যান। এ কারণে তাকে সবসময় পরাজয়ের মুখে পড়তে হয়। যে ব্যক্তি প্রতিটি কাজ কঠোর পরিশ্রম ও উদ্যমের সঙ্গে করে থাকেন, তিনি জীবনে সর্বদা সাফল্য লাভ করেন।
লোভ
আচার্য চাণক্যের মতে, লোভী ব্যক্তি কখনও কখনও লোভের কারণে জটিল সমস্যায় পড়ে থাকেন। এই ধরনের ব্যক্তি নিজ সম্মান যেমন হারান, তেমনি জীবনে উন্নতি করতে অক্ষম হন, তাই লোভ করা একেবারেই উচিত নয়।
অসৎ
আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি নিজ কাজের প্রতি সৎ নন তিনি জীবনে সফলতা পায় না। এ ধরনের ব্যক্তি কখনওই তার কর্মজীবনে উন্নতি করেন না, সবসময় অর্থের অভাব অনুভব করেন। অনেক সময় একজন ব্যক্তি তার কর্মের কারণে তার সম্মান হারান।
অন্যের মন্দ করা
আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি অন্যের সম্পর্কে বাজে বা খারাপ কথা বলেন, তিনি নিজের জীবনে সবসময় পিছিয়ে থাকেন। এরা জীবনের একটা সময় প্রতারক হয়ে ওঠেন। অন্যের যে কোনও কাজেই ঈর্ষা বোধ করেন।
