AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chaturmas 2023: আর মাত্র কয়েকটি দিন, চতুর্মাসের দিন থেকে পুণ্য ফল পেতে করুন এই ৫ জিনিস

Hindu Rules: এই চার মাস বিষ্ণু নিদ্রায় থাকার জন্য ধরিত্রী ও সংসার সংরক্ষণ করার দায়িত্ব ভার বজায় থাকে মহাদিদেবের উপর। তারপর থেকে আবার সব শুভকাজ অনুষ্ঠান করা শুরু হয়।

Chaturmas 2023: আর মাত্র কয়েকটি দিন, চতুর্মাসের দিন থেকে পুণ্য ফল পেতে করুন এই ৫ জিনিস
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 3:53 PM
Share

সনাতন হিন্দু ধর্মে প্রতি মাসকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও চাতুর্মাস খুবই বিশেষ। চতুর্মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হিন্দুধর্মে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাস শুরু হয়। আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শেষ হয়। চলতি বছরে ২৯ জুন দেবশয়নী একাদশী থেকে শুরু হবে চতুর্মাস। অর্থাত শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসের প্রথম দিক পর্যন্ত চতুর্মাস পালিত হয়।

এই দিন থেকে ভগবান বিষ্ণু নিদ্রা যোগে যান, আর তাই, এরপরে সমস্ত শুভকাজ স্থগিত রাখার নিয়ম। ক্যালেন্ডারের নিয়ম অনুসারে, ২৩ নভেম্বর দেবুথনী একাদশীর দিনে দেবতা নিদ্রা যোগ থেকে ফের জেগে ওঠেন। এই চার মাস বিষ্ণু নিদ্রায় থাকার জন্য ধরিত্রী ও সংসার সংরক্ষণ করার দায়িত্ব ভার বজায় থাকে মহাদিদেবের উপর। তারপর থেকে আবার সব শুভকাজ অনুষ্ঠান করা শুরু হয়।

কথিত আছে যে এই চার মাসে বিবাহ অনুষ্ঠান, মুন্ডন করা, গৃহ উষ্ণায়ন প্রভৃতি কোনও শুভ কাজ করা যায় না। এছাড়া চতুর্মাস চলাকালীন ভগবানের আরাধনা করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। কিন্তু এই সময়ে যদি কিছু জিনিস গরিব-দুঃখীকে দান করা হয়, তাহলে সেই ব্যক্তি পুণ্য ফল পেয়ে থাকেন। চতুর্মাসের সময় কোন কোন জিনিসগুলি দান করা উত্তম, তা একনজরে জেনে নিন …

চতুর্মাসে কোন কোন জিনিস দান করা উত্তম

সব ধর্মেই দানকে অত্যন্ত পুণ্যের কাজ বলা হয়েছে, এমন অবস্থায় চতুর্মাসের দিনগুলোতে যদি গরিব-দুঃস্থকে কিছু জিনিস দান করা যায়, তাহলে ভগবান খুশি হন। গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ করেন সর্বদা। অভাবীদেরকে খাবার প্রদান করলেও একই ফল পেতে পারেন। এই চার মাসে হলুদ জিনিস দান করা উচিত। কারণ এই সময় এর বিশেষ গুরুত্ব রয়েছে। চতুর্মাস চলাকালীন, ছোলা, গুড়, হলুদ জিনিস, বস্ত্র, খাদ্য, খাদ্যশস্য ও ফল ইত্যাদি দান করতে পারেন। তাতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর আশীর্বাদ বর্ষিত হয়।

Ghorer Bioscope