Vastu Tips: বাড়ির উত্তর-পূর্ব দিকে গ্যারেজ তৈরি করেছেন? আর্থিক অনটন বাড়তে পারে আপনার জীবনে
Vastu Shastra: সাইকেল, গাড়ি, বাইক বাড়ির কোন দিকে রাখলে ভাল সেই সম্পর্কেও বাস্তুতে উল্লেখ রয়েছে। সেই টিপস মানলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।

প্রত্যেকেই জীবনে সুখ, সমৃদ্ধি চান। কিন্তু কোনও না কোনও কারণে সেটা আর হয়ে ওঠে না। নানা কারণে জীবনে অশান্তি, দুশ্চিন্তা লেগেই থাকে। এক্ষেত্রে কিন্তু বাস্তু ভীষণভাবে নির্ভর। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় রাখার জন্য বাস্তু শাস্ত্রের উপর অনেকেই বিশ্বাস রাখেন। বাস্তু শাস্ত্র মেনে বাড়ি সাজালে, জীবনযাপন করলে তার প্রভাব জীবনের উপরও দেখা দেয়। নতুন সাইকেল বা গাড়ি কিনলে সেটা পুজো করা হয়। এটা হিন্দু ধর্মের রীতি। কিন্তু শুধু নতুন সাইকেল বা গাড়ি কিনলে হবে না। সেটা আপনাকে বাড়িতে রাখতেও হবে। কিন্তু এদিক সেদিকে সাইকেল, গাড়ি রাখলে কিন্তু জীবনে ঘোর বিপদ নেমে আসতে পারে। সাইকেল, গাড়ি, বাইক বাড়ির কোন দিকে রাখলে ভাল সেই সম্পর্কেও বাস্তুতে উল্লেখ রয়েছে। সেই টিপস মানলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
বাস্তু শাস্ত্রের মতে, প্রতিটি জিনিস রাখার একটি সঠিক ঠিক বা অবস্থান রয়েছে। এটি বাড়িতে সাইকেল, গাড়ি, বাইক রাখার ক্ষেত্রেও সমান। অর্থাৎ আপনি গ্যারেজে কোনখানে কোন যানবাহন রাখবেন সেই সম্পর্কে উল্লেখ রয়েছে বাস্তু। এতে জীবনের জটিলতা এড়ানো যায়। এর জন্য কী-কী টিপস মেনে চলবেন, দেখে নিন।
চার চাকার যে কোনও গাড়ি গ্যারেজের উত্তর পশ্চিম দিকে রাখুন। যদি আপনার গ্যারেজ না থাকে তাহলে আপনি বাড়ির সামনের জায়গায় উত্তর পশ্চিম দিকে রাখতে পারেন। আর যদি বাড়ি বা গ্যারেজের উত্তর পশ্চিম দিক খালি না থাকে তাহলে দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন। কিন্তু চার চাকার কোনও গাড়ি ভুলেও বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন না। এতে মারাত্মক প্রভাব পড়ে আর্থিক অবস্থার উপর। এমনকী বাড়ির উত্তর পূর্ব দিকে পার্কিং লট তৈরি করবেন না। এই দিকে যানবাহন রাখলে জীবনের উপর প্রভাব পড়তে পারে।
সাইকেল, বাইকের মতো দু’চাকার যানবাহন সাধারণত রোজ ব্যবহার করা হয়। প্রতিদিনই এই ধরনের যানবাহনগুলো বের করতে হয়। সেক্ষেত্রে এগুলো বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতেই পারেন। যেহেতু এই যানবাহনগুলো বেশি ওই জায়গায় রাখা থাকবে না, তাই এই দিক ব্যবহার করাই যায়। তবে চেষ্টা করুন এই দিকটা এড়ানোর। কিন্তু চার চাকার গাড়ি এদিকে ভুলেও রাখবেন না।
বাড়ির পূর্ব দিকে দু’চাকার গাড়ি রাখতে পারেন। কিংবা শুধু উত্তর দিকেও দু’চাকার গাড়ি রাখতে পারেন। এতে জীবনের উপর খুব বেশি প্রভাব পড়ে না। পাশাপাশি এই দিকে যানবাহন রাখতে সাংসারিক অশান্তি সহজেই এড়ানো যায়। জীবনের জটিলতা এড়ানো যায়।
