AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astro Tips: কাদের জন্য রুপো সবচেয়ে শুভ? পরার আগে যে যে নিয়মগুলি না মানলেই নয়

Benefits of Silver: সোনা বা রুপোর গয়না ভারতীয় মহিলাদের কাছে বেশ প্রিয়। তাই এর চাহিদা বেশ তুঙ্গে। কিন্তু এই রুপো সকলের জন্য শুভ নাও হতে পারে। সেই তথ্য জানেন কতজন?

Astro Tips: কাদের জন্য রুপো সবচেয়ে শুভ? পরার আগে যে যে নিয়মগুলি না মানলেই নয়
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 11:00 PM
Share

গয়না পরতে সকলেরই পছন্দ। বিশেষ করে মহিলাদের জন্য গয়নার কদর সবচেয়ে বেশি। তবে জ্যোতিষচর্চা যারা করেন, তাঁরা গ্রহ-রত্ন বিশ্বাসী। তাই যে কোনও জিনিস ধারণ বা পরার আগে সতর্ক থাকেন। অনেকে শুধু ফ্যাশন বা শখের জন্য গয়না পরে থাকেন। সোনা বা রুপোর গয়না ভারতীয় মহিলাদের কাছে বেশ প্রিয়। তাই এর চাহিদা বেশ তুঙ্গে। কিন্তু এই রুপো সকলের জন্য শুভ নাও হতে পারে। সেই তথ্য জানেন কতজন?

যে রাশিতে চন্দ্র শক্তিশালী , সেই রাশির জাতক-জাতিকাদের মন সবসময় খুশিতে ভরে থাকে। এর পাশাপাশি জীবনে ইতিবাচক শক্তির যোগাযোগ রয়েছে। তাই অধিকাংশ জ্যোতিষবিদ কুণ্ডলীতে চন্দ্র ও শুক্রকে শক্তিশালী করতে চাঁদের অলঙ্কার পরার পরামর্শ দেন। তবে রুপোর গয়না পরার সময় অনেক কিছু মাথায় রাখা প্রয়োজন। কারণ যে কোনও রত্নের মতোই এই ধাতুও শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।

জ্যোতিষশাস্ত্রে রৌপ্যকে একটি শুভ ধাতু বলে মনে করা হয়। সাধারণত বিশ্বাস করা হয়, রুপোর অলঙ্কার বা গয়না পরলে মন শান্ত থাকে। এছাড়াও শরীর থাকে সুস্থ। রৌপ্যকে চাঁদ ও শুক্রের ধাতু হিসাবে বিবেচনা করা হয়। এই ধাতুর অলঙ্কার বা গয়না পরিধান করলে চন্দ্র ও শুক্র রাশিতে শক্তিশালী হয়ে ওঠে। চন্দ্র মনের প্রতীক। যে রাশিতে চন্দ্র শক্তিশালী, সেই রাশির জাতকদের মন সবসময় খুশিতে ভরে থাকে। এর পাশাপাশি জীবনে ইতিবাচক শক্তির যোগাযোগ থাকে। তবে রুপোর গয়না পরার সময় অনেক কিছুর যত্ন নেওয়া প্রয়োজন। শুভ কাজে বাধা তৈরি হয়। রুপোর গয়না পরার বি্শেষ নিয়ম কী কী তা জেনে নিন এখানে…

– যদি রুপোর গয়না পরার পরিকল্পনা করেন, তাহলে তার জন্য শুভ দিন বেছে নেওয়া অপরিহার্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সোমবার ও শুক্রবার রুপোর অলঙ্কার পরার জন্য খুবই শুভ দিন বলে মনে করা হয়। এর জন্য শুধুমাত্র সোম ও শুক্রবারে রুপোর অলংকার পরুন।

– জ্যোতিষীদের মতে, বৃষ, কর্কট, বৃশ্চিক, তুলা ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য রুপোর আংটি শুভ। সহজ কথায়, এই রাশির জাতকরা রুপোর অলঙ্কার পরতে পারেন।

– যদি রাহু দোষে ভুগে থাকেন তবে সোমবার ও শুক্রবারে রুপোর আংটি পরতে পারেন। এতে রাহুর দোষ দূর হয় দ্রুত। তবে পরার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন।

– রুপোর অলংকার পরার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার, ওই অলঙ্কারে যেন কোনও খাত, বাঁক বা জয়েন্ট না থাকে। রুপোর আংটিতে জয়েন্ট থাকলে তা কখনওই পরবেন না।

– হাতের বুড়ো আঙুলে সবসময় রুপোর আংটি পরা উচিত। অন্যদিকে, মহিলাদের বাম হাতে রূপোর আংটি পরা উচিত।