Bhai Phota 2022: ভাইফোঁটার ছড়া মুখস্থ তো? কবে পড়েছে এ বছরের ভ্রাতৃদ্বিতীয়া শুভ তিথি, জানুন
Hindu Ritual: ভ্রাতৃদ্বিতীয়াকে আবার যমদ্বিতীয়াও বলা হয়ে থাকে। কথিত রয়েছে, এই দিন মৃত্যুর দেবতা যম, তাঁর বোন যুমনার হাত থেকে ফোঁটা নিয়েছিল।
কালীপুজোর পর পরই পালিত হয় ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। বাঙালি তথা সমগ্র হিন্দু জাতির কাছে ভাইফোঁটার একটি আলাদা কদর রয়েছে। এই দিনটা শুধু ভাই ও বোনদের। অন্যান্য সকল উৎসবের মতোই ধুমধাম করে পালিত হয় ভাইফোঁটা। ভাইফোঁটার বিশেষ দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা উচ্চারণ করে—’ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥ যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥’
ভ্রাতৃদ্বিতীয়াকে আবার যমদ্বিতীয়াও বলা হয়ে থাকে। কথিত রয়েছে, এই দিন মৃত্যুর দেবতা যম, তাঁর বোন যুমনার হাত থেকে ফোঁটা নিয়েছিল। অন্যদিকে, প্রচলিত রয়েছে আরেকটি ধর্ম কাহিনি। নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে যায়। সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দেয়। যদিও বাঙালির ভাইফোঁটার সঙ্গে নিবিড় যোগসূত্র পাওয়া যায় যম ও যুমনার গল্পের। মন্ত্র উচ্চারণেই ধরা পড়ে যম ও যুমনার কাহিনি।
কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে ভ্রাতৃদ্বিতীয়া পালিত হয়। সাধারণত কালীপুজোর দু’দিন পর ভ্রাতৃদ্বিতীয়া পালিত হয়। যদিও এটা তিথি অনুযায়ী নির্ভর করে। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের প্রথম বা দ্বিতীয় দিন ভাইফোঁটা পালিত হয়। জেনে এই বছরের ভাইফোঁটার নির্ঘণ্ট—
এ বছর কার্তিক মাসের ৯ তারিখ (২৭ অক্টোবর), বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপিত হবে। প্রতিপদ থাকছে ৭ কার্তিক (২৫ অক্টোবর) অপঃ ৪/২৭ মিনিট থেকে ৮ কার্তিক (২৬ অক্টোবর) ঘ ৩/২৭/৪৯ পর্যন্ত। দ্বিতীয়া শুরু হচ্ছে ৮ কার্তিক (২৬ অক্টোবর) ঘ ৩/২৭ মিনিট থেকে। আর দ্বিতীয়া শেষ হবে ৯ তারিখ (২৭ অক্টোবর), ঘ ২/৪/১০ পর্যন্ত।
ভ্রাতৃদ্বিতীয়ার দিন চন্দন কিংবা দইয়ের ফোঁটা দেওয়ার চল রয়েছে বাঙালিদের মধ্যে। আবার দেশের অনেক জায়গায় ভাইদের কপালে চালের ফোঁটাও দেওয়া হয়। এরপর ধান এবং দুর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করা হয় ভাইদের। আর যদি ছোট বোন হয় তাহলে দাদা ধান এবং দুর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করে। এই সময় শঙ্খ বাজানো হয়। তারপর একে অপরকে মিষ্টিমুখ করানো হয়। আর এভাবেই বছরের বছর ভারতের প্রতিটা ঘরে ঘরে পালিত হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া।