Vaastu Shastra: ঝাড়ু গুণেই হতে পারেন রাজা থেকে ফকির! জানুন বাড়িতে ঝাঁটা রাখার সঠিক নিয়ম
Vaastu Shastra: আপনি কোনও দিন ভেবেও দেখবেন না ঝাড়ু ভুল জায়গায় রাখার কারণে ঘটতে পারে বড় বিপত্তি। জানেন ঝাড়ুর রাখার সঠিক নিয়ম কী? কী বলছে বাস্তু শাস্ত্র?
বাড়িতে ভুল জায়গায় ঝাড়ু রাখার ফলেও রাস্তায় বসতে হত এপারে আপনাকে? বিশ্বাস না হলেও এমনটাই কিন্তু দাবি বাস্তু বিশেষজ্ঞদের। বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির সঠিক জায়গায় ঝাড়ু রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা না করলে তছনছ হয়ে যেতে পারে জীবন। হয়তো আপনি কোনও দিন ভেবেও দেখবেন না ঝাড়ু ভুল জায়গায় রাখার কারণে ঘটতে পারে বড় বিপত্তি। জানেন ঝাড়ুর রাখার সঠিক নিয়ম কী? কী বলছে বাস্তু শাস্ত্র?
বাস্তু শাস্ত্র মতে, বাড়ির সৌভাগ্য এবং দুর্ভাগ্য, দুইয়ের জন্য দায়ী হতে পারে ঝাঁটা। ঘরের কোন দিকে কেমনভাবে ঝাঁটা রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে অনেক কিছুই। ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখতে নেই। ঝাড়ু দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাবকে ডেকে আনে বলে বিশ্বাস। তাই ঝাড়ু সব সময় মাটিতে শুইয়ে রাখতে বলা হয়।
অনেকেই রান্না বা খাওয়ার জায়গার পাশে ঝাড়ু রাখেন। এটাও কিন্তু ভুল। এর ফলে বাড়িতে খাদ্যশস্যের অভাব হতে পারে।
এই খবরটিও পড়ুন
বাস্তু শাস্ত্র অনুযায়ী মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাড়ুকে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে শুইয়ে রাখতে হবে ঝাড়ু।
বাড়ির বাইরে বিশেষ করে রাতে প্রধান প্রবেশদ্বারে ঝাড়ু রাখা খুবই উপকারী বলে মনে করা হয়। শাস্ত্র মতে, রাতে এমন জায়গায় ঝাড়ু রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ রোধ হয়।