পেটে তিল থাকা কি সৌভাগ্যের প্রতীক? জেনে নিন জ্যোতিষ শাস্ত্র কী বলছে
কিন্তু হিন্দু ধর্মতত্ত্ব ও সমুদ্র শাস্ত্রে এই তিলের গুরুত্ব অপরিসীম। শাস্ত্র মতে, শরীরের তিল কেবল সৌন্দর্যের অঙ্গ নয়, এটি মানুষের ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু ইঙ্গিত দেয়। বিশেষ করে পেটে তিল থাকা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়।

শিশু থেকে বৃদ্ধ, নারী বা পুরুষ— কমবেশি প্রত্যেকের শরীরেই কোথাও না কোথাও তিল থাকে। চিকিৎসা বিজ্ঞানের মতে, শরীরের তিল হলো মৃত কোষের সমষ্টি। কিন্তু হিন্দু ধর্মতত্ত্ব ও সমুদ্র শাস্ত্রে এই তিলের গুরুত্ব অপরিসীম। শাস্ত্র মতে, শরীরের তিল কেবল সৌন্দর্যের অঙ্গ নয়, এটি মানুষের ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু ইঙ্গিত দেয়। বিশেষ করে পেটে তিল থাকা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়।
সমুদ্র শাস্ত্র কী বলছে? সমুদ্র শাস্ত্র অনুযায়ী, পেটে তিল থাকা নারী ও পুরুষের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে।
পুরুষদের ক্ষেত্রে: যদি কোনও পুরুষের পেটে তিল থাকে, তবে তা কর্মক্ষেত্রে বিপুল সাফল্যের ইঙ্গিত দেয়। এদের জীবনে কোনওদিন ধন-ধান্যের অভাব হয় না।
নারীদের পেটে তিল থাকা মানে তিনি পারিবারিক সুখ, সন্তান সুখ এবং সুখী দাম্পত্য জীবনের অধিকারী হবেন।
পেটের ঠিক কোথায় তিল আছে?
পেটের আলাদা আলাদা অংশে তিলের অবস্থান ভিন্ন ভিন্ন অর্থ বহন করে:
যাঁদের পেটের ডান দিকে তিল থাকে, তাঁরা অত্যন্ত ভাগ্যবান হন। এদের জীবনের লক্ষ্য খুব পরিষ্কার থাকে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এরা দমে যান না। কর্মজীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরা সাফল্য পান। এদের ব্যক্তিত্ব অন্যদের খুব সহজেই প্রভাবিত করে এবং এদের প্রেমজীবনও খুব সুখের হয়।
যাঁদের পেটের বাম দিকে তিল রয়েছে, তাঁদের জীবনে অনেক চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হতে হয়। লক্ষ্য অর্জনে এদের প্রচুর পরিশ্রম করতে হয়, তবেই ভাগ্য সহায় হয়। এই ধরনের মানুষেরা কথা বলতে খুব ভালোবাসেন (বাচাল প্রকৃতির)। তবে শাস্ত্র মতে, এদের একের অধিক বিষয়-সম্পত্তি থাকার সম্ভাবনা থাকে।
শাস্ত্রীয় ব্যাখ্যার পাশাপাশি একটি সাধারণ ধারণা হলো, পেটে তিল থাকা ব্যক্তিদের পরিপাকতন্ত্র বা হজম শক্তি কিছুটা দুর্বল হতে পারে। এছাড়া পেটে তিল থাকা মানুষেরা সাধারণত ভোজনরসিক হন। দেশ-বিদেশের নানা পদের খাবারের প্রতি এদের আজন্ম টান থাকে।
পরিশেষে, তিল দেখে ভাগ্য বিচার করা দীর্ঘদিনের একটি ঐতিহ্য। কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের এই ছোট ছোট সঙ্কেতগুলো অনেক সময় মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে।
