AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lord Ganesha: স্বপ্নে গণপতি বাপ্পার মূর্তি দেখা কি শুভ? স্বপ্নশাস্ত্রে এর অর্থ জানুন

Swapna Shastra: শাস্ত্র মতে, গজানন গণেশ হলেন বুদ্ধি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। গণেশ চতুর্থীর দিন থেকে টানা ১০দিন চলে এই উত্‍সব। অনন্ত চতুর্থী তিথি পর্যন্ত গণেশ বন্দনার নিয়ম। ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য অনেকেই বাড়িতে গণেশ পুজোর আয়োজন করে থাকেন। কথিত আছে যে এই ১০দিনের মধ্যে যদি গণপতি আপনার স্বপ্নে দেখা দেন, তাহলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়।

Lord Ganesha: স্বপ্নে গণপতি বাপ্পার মূর্তি দেখা কি শুভ? স্বপ্নশাস্ত্রে এর অর্থ জানুন
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 2:28 PM
Share

হিন্দু ধর্মে (Hinduism_ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023) একপ্রকার বাত্‍সরিক গণেশোত্‍সব। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পুজো (Ganesha Puja 2023) পালন করা হয়। হিন্দুদের বিশ্বাস, এদিনে মহাদেব ও পার্বতীর পুত্র গণেশ ভক্তদের সব মনোবাসনা পূর্ণ করতে মর্ত্যে আগমন ঘটে। শাস্ত্র মতে, গজানন গণেশ হলেন বুদ্ধি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। গণেশ চতুর্থীর দিন থেকে টানা ১০দিন চলে এই উত্‍সব। অনন্ত চতুর্থী তিথি পর্যন্ত গণেশ বন্দনার নিয়ম। ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য অনেকেই বাড়িতে গণেশ পুজোর আয়োজন করে থাকেন। কথিত আছে যে এই ১০দিনের মধ্যে যদি গণপতি আপনার স্বপ্নে দেখা দেন, তাহলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে, স্বপ্নে গণপতি বাপ্পা দেখা দিলে, ঘরেতে শীঘ্রই সম্পদের বর্ষণ হবে। শুধু তাই নয়, স্বপ্নে গণেশের মূর্তি দেখলে কী কী অর্থ হতে পারে, তা জেনে নিন এখানে…

স্বপ্নে গণেশজির মূর্তি দেখা

স্বপ্নে গণেশের মূর্তি দেখা খুবই শুভ। সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল শীঘ্রই ভক্তের গৃহে  বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে বা প্রিয় কারও বিয়ে হতে পারে।

স্বপ্নে গণেশকে ইঁদুরের উপর চড়তে দেখা

যদি স্বপ্নে গজানন গণেশকে ইঁদুরে চড়তে দেখেন তাহলে তা সম্পদের সূচক বলে ধরা হয়ে থাকে। এর মানে হল শীঘ্রই আপনার ঘরে অর্থের সমাগম হতে চলেছে। আসতে চলেছে সুখ ও শান্তি। খুব তাড়াতাড়ি ধনী হয়ে ওঠার লক্ষণ বলা যেতে পারে।

ব্রহ্ম মুহুর্তে গণেশের স্বপ্ন দেখা

যদি সকালে ব্রহ্ম মুহুর্তে গণেশের স্বপ্ন দেখেন, তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর খুব তুষ্ট ও ঘরে খুশির বন্যা আসতে চলেছে, তার আভাস পেতে চলেছেন। গণেশের আশীর্বাদে হঠাত্‍ অর্থলাভ হতে পারে। এছাড়া কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা বাড়তে পারে, অথবা শুভ সুযোগ পেতে পারেন।

স্বপ্নে গণেশের পুজো করা

স্বপ্নে নিজেকে ভগবান গণেশের বন্দনা করতে দেখাও খুবই শুভ । এর মানে হল দ্রুত সমস্ত ইচ্ছাপূরণ হতে চলেছে। গণেশের আশীর্বাদে সব দুঃক-কষ্ট, জীবনের নানা সমস্যা কেটে যেতে পারে ও গণেশের আশীর্বাদে ফুলে ফেঁপে উঠতে পারেন।