গৃহে সুখ-শান্তি বজায় রাখতে রথের দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন…
রথের উপর অধিষ্ঠিত জগন্নাথকে দর্শন করলে তাঁর পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। মোট ১১দিন ধরে জগন্নাথ-সুভদ্রা- বলরামকে উতসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা-রীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, ‘রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে’ । অর্থাত্ রথের উপর অধিষ্ঠিত জগন্নাথকে দর্শন করলে তাঁর পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। ১২ জুলাই রথযাত্রা। এদিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ-সুভদ্রা-বলরাম। কথিত আছে রথযাত্রার দিন কয়েকটি কাজ করা অত্যন্ত শুভ ৷ লাভ হয় পুণ্যও ৷ রথযাত্রার পূণ্য তিথিতে, সহজ কিছু টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিতে পারেন।
শাস্ত্র অনুযায়ী রয়েছে, মনস্কামনা পূরণের জন্য ১১ রকমের ফল, মিষ্টি এবং ১১টি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথদেবের আসনে রেখে দিতে হয়।
– বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও জগন্নাথের ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, দুটো কাঁচা হলুদ এবং ১ টাকার একটি কয়েন দিন।
– গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ।
-গৃহপ্রবেশের মতোই ভিতপুজোর দিন হিসেবেও এই দিন অত্যন্ত শুভ। ইদানীং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বারোয়ারি দুর্গাপুজোর খুঁটিপুজোও এই দিন করা হয়।
– শাস্ত্রীয় মতে, তুলসি জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় তাই ১০৮টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন, ১০৮টি পাতা না থাকলে ৫৪টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন।
-রথযাত্রার মতো একটি শুভ দিনে বৃক্ষরোপণ করা শুভ। এই দিনে গাছ পুঁতলে অত্যন্ত পুণ্যলাভ হয়।
– এই দিন দান-ধ্যান করুন। এতে অপরিসীম পুণ্য লাভ হয়।
– যে কোনও পুণ্য তিথিকে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। সেইমতো রথের দিনেও গঙ্গাস্নান করতে পারেন।
– জগন্নাথ মন্ত্র জপ করলেও পুণ্য হয়। মন্ত্রটি হল— জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।
– রথযাত্রার পূণ্যলগ্নে বাড়িতে যাঁদের দুর্গাপুজো হয়, তাঁরাও এইদিনে খুঁটিপুজোর অনুষ্ঠান করেন। তবে একাধিক বারোয়ারি পুজোরও খুঁটিপুজো করা হয়ে থাকে এই রথযাত্রার দিনেই।
আরও পড়ুন: Jagannath Rath Yatra 2021: পুরীর রথযাত্রার ইতিহাস, মাহাত্ম্য ও বিশেষ আচার-রীতি জেনে নিন একনজরে