AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tuesday Remedies: বজরংবলীর অন্ধভক্ত? জীবনে সাফল্য পেতে মঙ্গলবার ভুলেও এই ৭ কাজ নয়

Astrological Tips: জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো এদিন করলে জীবনে অশুভ প্রভাব দেখা দিতে পারে। বজরংবলীর অন্ধভক্ত হলে, মঙ্গলবার এই আট কাজ একেবারেই করবেন না।

Tuesday Remedies: বজরংবলীর অন্ধভক্ত? জীবনে সাফল্য পেতে মঙ্গলবার ভুলেও এই ৭ কাজ নয়
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 9:21 PM
Share

মঙ্গলবার (Tuesday) মঙ্গল গ্রহের অন্তর্গত। জ্যোতিষশাস্ত্রে (Astrology), মঙ্গলকে শক্তি, বীরত্ব, সাহস, ভূমি, সেনা, রক্ত, লাল রঙ ইত্যাদির কারক হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, মঙ্গলবার হল বজরংবলীর (Hanuman Ji) আরাধনার দিন। এই দিনে হনুমানজির পুজো করলে জীবনে সব দুখ-কষ্ট ও ঝামেলা দূর হয়। সেই সঙ্গে হনুমানজির আশীর্বাদ বর্ষিত হয়। কথিত আছে যে যাদের কুণ্ডলীতে মঙ্গল দোষ (Mangol Dosh) থাকে তারা এই দিনে অবশ্যই হনুমানজির পুজো করেন। শুধু তাই নয়, মঙ্গলবার হনুমান চল্লিশা পড়ে যদি কেউ ভগবানের পুজো দেন, তাহলে হনুমানজি তার মনের বাসনা পূরণ করেন। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো এদিন করলে জীবনে অশুভ প্রভাব দেখা দিতে পারে। বজরংবলীর অন্ধভক্ত হলে, মঙ্গলবার এই আট কাজ একেবারেই করবেন না।

১. মঙ্গলবার দাড়ি রাখা অশুভ বলে মনে করা হয়। এতে মঙ্গল দোষেরও কারণ হয়। বুধবার দাড়ি কাটার জন্য সেরা দিন হিসাবে বিবেচনা করা হয়। এটি যদি কেউ জেনেও এই ভুলটি করে থাকে তাহলে দেবতা তার ওপর অসন্তুষ্ট হন। তাহলে এই দিনে যে কাজেই হাত দেবেন, সেই কাজে সাফল্য পাবেন না। তাই মঙ্গলবার এই এটি এড়িয়ে চলাই শ্রেয়।

২, মঙ্গলবার মেকআপ সামগ্রী কিনবেন না। এদিন সাজসজ্জা, কাচের জিনিস কিনবেন না। তাহলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, দাম্পত্য জীবনে অশান্তি ক্রমশ বাড়তে থাকে। সেইসঙ্গে আপনার আর্থিক দিকে অনেক ক্ষতি হবে। মঙ্গলবারের বদলে সোম ও শুক্রবার মেকআপ পণ্য কেনার জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়।

৩. মঙ্গলবার ভুল করেও উরাদের ডাল খাওয়া উচিত নয়। এই দিনে উরাদ খাওয়ার ফলে শনি এবং মঙ্গলের সংমিশ্রণ আপনার স্বাস্থ্যের জন্য সমস্যা হতে পারে। উরদ শনির সাথে সম্পর্কিত।

৪. মঙ্গলবার ভুলেও চুল ও নখ কাটবেন না। এই দিনে এটিকে শুভ বলে মনে করা হয় না। এমনটা করলে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। এটি যদি কেউ জেনেও এই ভুলটি করে থাকে তাহলে দেবতা তার ওপর অসন্তুষ্ট হন। তাহলে এই দিনে যে কাজেই হাত দেবেন, সেই কাজে সাফল্য পাবেন না। তাই মঙ্গলবার এড়িয়ে চলাই শ্রেয়।

৫. মঙ্গলবার মাছ ,মাংস খাওয়া নিষিদ্ধ। তাই এদিন নিরামিষ আহার করুন । এমনকি এইদিন কোনও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এই দিন যদি আপনি আমিষ খান তাহলে কোনও শুভফল পাবেন না। কারণ এই দিনে হনুমানজির পুজো করা হয়, তাই ভুলেও আমিষ খাবেন না।

৬. মঙ্গলবার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করবেন না। ভাইয়ের সঙ্গে বিবাদ মঙ্গল নষ্ট করে দুর্ঘটনা ও ঝামেলার দিকে পরিচালিত করে। পারিবারিক জীবনে সমস্যা বাড়ে। যদিও, ভাই বোনদের সাথে শুধু মঙ্গলবার কেন কোন সময়েই ঝগড়াঝাঁটি করা উচিত নয়।

৭. মঙ্গলবার কালো রঙের কাপড় কিনবেন না বা পরবেন না। এই দিনে লাল রঙের পোশাক পরলে মঙ্গল দোষের প্রভাব কমে। তার বদলে মঙ্গলবার কমলা লাল রঙের পোশাক পরুন। কারণ, বজরংবলী লাল রং খুব পছন্দ করেন। তাই এই দিন লাল রঙের পোশাক পরলে মঙ্গলের প্রভাব অনেকটাই কেটে যায়। জীবনে আপনি সুখে থাকতে পারবেন। আপনার পরিবারে অশান্তি থেকে দূরে থাকতে পারবেন।

৮. এই দিনে জমি খনন করা উচিত নয়। এতে করে মঙ্গলের অশুভ প্রভাব বৃদ্ধি পায়। কারণ মঙ্গলকে ভূমিপুত্র বলে মনে করা হয়। তাই মঙ্গলবার নতুন বাড়ি কিনবেন না। যদিও বা বাড়ি কেনেন তাহলে ভূমিপুজো কখনওই করবেন না। এতে পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। যত বেশিই আয় করুন না কেন, সব টাকাই হাতের মুঠো থেকে বেরিয়ে যাবে।