Astrology Remedies: ৭ দিনে ৭ টিপসেই হবে কেল্লাফতে! হাতে পাবেন সুখ আর অর্থের গুপ্তধনের খোঁজ
Astrology: দৈনন্দিন জীবনকে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান ও সুখী পরিবার পেতে চান, তাহলে আগামী সাতদিন টানা এই জ্যোতিষ টিপসগুলি অনুসরণ করুন।
জীবনের সাফল্য (success) ও উন্নতির শিখরে ওঠার জন্য পরিশ্রম যেমন প্রয়োজন তেমন ভাগ্যকেও (Your Luck) সহায় থাকা দরকার। জ্যোতিষশাস্ত্রে (Astrology)এই ভাগ্য বৃদ্ধির ক্ষমতা রয়েছে। পরিশ্রম করা সত্ত্বেও মিলছে না সাফল্য । জীবনের অনেক সময় এমন কঠিন সময় যায়, যখন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর ও বিশ্বাস করতে হয়। ইতিবাচক ও আশাবাদী থাকার জন্য এই জ্যোতিষশাস্ত্রই ভরসা জোগায়। বিশ্বাস করা হয়, নতুন কর্মসংস্থানে যাওয়ার আগে গণেশের পুজো করলে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। দৈনন্দিন জীবনকে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান ও সুখী পরিবার পেতে চান, তাহলে আগামী সাতদিন টানা এই জ্যোতিষ টিপসগুলি অনুসরণ করুন।
রবিবার- সূর্য হল রবিগ্রহের শাসক। জীবনে নানা বিবাদ ও বিরোধের মুখোমুখি হতেচান, তাহলে সমাধানের জন্য রবিবার হল সেরা দিন। রবিবার যে কোনও যাত্রারই ইতিবাচক ফল পাওয়া যায়। এই দিন ঘর থেকে বের হওয়ার আগে পান খান। সাদা রঙ রবিবারের জন্য সবচেয়ে অনুকূল। এই রঙের পোশাক পরা উচিত এদিন।
সোমবার- সোমবার ভগবান শিবের পুজো করা হয়। তাই মহাদেবের আশীর্বাদ না নিয়ে বাইরে বের হবেন না। সোমবারে সকালটাই শুরু করুন শিবপুজো দিয়ে। সকালে শিবলিঙ্গে দল অপর্ন করে দিন শুরু করুন। এদিন কোনও ফিনান্স বা নতুন কর্মীজীবন শুরু করার জন্য শুভ। সঠিক কর্মজীবনের পথ বেছে নেওয়া নিয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে এদিন জ্যোতিষশাস্ত্র মেনে চলুন। সাদা রঙ সোমবার সৌভাগ্যের জন্য খুব ভাল।
মঙ্গলবার- ভগবান হনুমান মঙ্গলবারের অধিপতি। হনুমানকে তুষ্ট করতে এদিন লাল রঙের কাপড় পরুন। এরফলে আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। যে কোনও চ্যালেঞ্জ নিতে ও জীবনের বহু বাধা থেকে দবরে রাখতে সাহায্য করবে। মঙ্গলবার লাল রঙের কাপড় না পরলে ভগবানের পায়ে লাল ফুল অর্পন করতে পারেন। এই দিন নিয়ম মেনে চললে ভাগ্য বৃদ্ধি হয়। মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার আগে ধনে পাতা খান। অর্থ বর্ষণ হবে আপনার উপর।
বুধবার- অধিপতি হলেন ভগবান গণেশ। হিন্দু ধর্মেক শুভ দেবতা। এইদিন সবুজ রঙের কাপড় পরলে গজানন প্রসন্ন হন ও জীবনের বাধা কাটিয়ে সব সমস্যার সমাধান সূত্র হাতেনাতে পেয়ে যাবেন। পোশাক যদি না তাকলে, তাহলে সবুজ রঙের রুমালও পকেটে রাখতে পারেন। সকালে গণেশকে মোদক নিবেদন করে দিন শুরু করুন। এর ফলে জীবনের দুঃখ-কষ্ট ও বেদনার মত অনুভূতিগুলি দূরে ঠেলে সৌভাগ্য ফিরে আসতে পারে।
বৃহস্পতিবার- ভগবান বিষ্ণু হল বৃহস্পকিবারের অধিকর্তা। প্রেমিক-প্রেমিকাদের জন্য এটি উপযুক্ত। বৃহস্পতিবার কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বৃহস্পতিবারের রঙ হল হলুদ। জ্যোতিষশাস্ত্রের অর্থ ভবিষ্যদ্বাণী অনুসারে, এই দিনে হলুদ পোশাক পরা উচিত।
শুক্রবার- শুক্রবার সম্পদের দেবী লক্ষ্মীর দিন। আর্থিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দিনটি অর্থ-সম্পর্কিত সুযোগের পক্ষে। শুক্রবার সম্পর্কে আপনার অর্থ রাশিফল সম্পর্কে জানা উচিত। আশীর্বাদ পেতে আপনার দেবী লক্ষ্মী মন্দিরে যাওয়া উচিত। এই দিনে আপনার লক্ষ্মী কমল বা গোলাপী রঙের ফুল নিবেদন করুন। সৌভাগ্যের জন্য আপনি আপনার বাড়িতে বা কর্মক্ষেত্রে ফুল রাখতে পারেন। এ ছাড়া গোলাপি রঙের পোশাক পরলে দেবতা খুশি হবেন। ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই দই খান।
শনিবার- শনিদেব হলেন শনির অধিপতি। এই দিনে শনিদেবকে খুশি করতে কালো বেগুন অর্পণ করুন। যেকোনও সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এই প্রতিকারটি আপনার দিনের সৌভাগ্যকেও বাড়িয়ে দেবে। শনিবার বাড়ি থেকে বের হওয়ার আগে ঘি খাওয়া উচিত।