AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Commonwealth Games 2026: অস্ট্রেলিয়ার ‘বাতিল’ গেমস আমেদাবাদে? কমনওয়েলথকে ভরসা দিতে আসরে ভারত

CWG: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ২০২৬ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) আয়োজন করা থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছে। বছর খানেক আগে দায়িত্ব পাওয়ার পর ১৫ হাজার কোটি টাকার বাজেট নিয়ে নেমেছিল ভিক্টোরিয়া প্রভিন্সের সরকার। কিন্তু সেই বাজেট বাড়তে বাড়তে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ছুঁয়ে ফেলেছে।

Commonwealth Games 2026: অস্ট্রেলিয়ার 'বাতিল' গেমস আমেদাবাদে? কমনওয়েলথকে ভরসা দিতে আসরে ভারত
অস্ট্রেলিয়ার 'বাতিল' গেমস আমেদাবাদে? কমনওয়েলথকে ভরসা দিতে আসরে ভারতImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 1:02 PM
Share

গান্ধীনগর: আশঙ্কার মধ্যে হঠাৎই আশার আলো। আর সেই আলো হয়ে উঠতে চলেছে খোদ ভারত! অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ২০২৬ সালের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) আয়োজন করা থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছে। বছর খানেক আগে দায়িত্ব পাওয়ার পর ১৫ হাজার কোটি টাকার বাজেট নিয়ে নেমেছিল ভিক্টোরিয়া প্রভিন্সের সরকার। কিন্তু সেই বাজেট বাড়তে বাড়তে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ছুঁয়ে ফেলেছে। যা দেখে চোখ কপালে উঠে গিয়েছিল আয়োজকদের। ইউরোপ, আমেরিকা জুড়ে ছোবল মেরেছে মন্দা। তার মধ্যে সিডব্লিউজির (CWG) মতো বড় মাপের গেমস আয়োজন করার ক্ষেত্রে আগ্রহ হারিয়েছে ভিক্টোরিয়া। আয়োজকদের তরফে পরিষ্কার বক্তব্য ছিল, বাড়তি অর্থের খামতি মেটাতে হলে স্কুল-কলেজ-হাসপাতালের জন্য বরাদ্দ অর্থে হাত দিতে হবে। তা কোনও ভাবেই চায় না ভিক্টোরিয়া সরকার। তাই গেমস আয়োজন করা থেকে সরে এসেছে তারা। পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া যায়, কমনওয়েলথ ফেডারেশনের আপাতত একটাই চিন্তা। সেই দুশ্চিন্তা দূর করার জন্য এগিয়ে আসতে পারে ভারত। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০৩৬ সালের অলিম্পিকের জন্য বিড করতে চলেছে ভারত। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসও আয়োজন করার জন্য বিড করা হবে। আমেদাবাদের পরিকাঠামো যে কারণে ঢেলে সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টস হাব তৈরির কাজ শুরু হয়েছে। সাত বছর পর প্রথম অলিম্পিক আয়োজনের স্বপ্ন পূরণ হবে কিনা, পরের কথা। তার আগে কমনওয়েলথ গেমস আয়োজন করার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে গুজরাট সরকার। ২০২৬ সালের যে গেমস হওয়ার কথা ছিল ভিক্টোরিয়ায়, তা হতে পারে গুজরাটে। ৩ বছর পর কি ভারতের পক্ষে কমনওয়েলথ গেমস আয়োজন করা সম্ভব? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো প্রকল্পের দায়ভার নিজের কাঁধে নিয়েছেন। যাতে অলিম্পিকের জন্য বিড আগেই পুরোপুরি তৈরি হয়ে যায় আমেদাবাদের পরিকাঠামো।

গুজরাট সরকারের এক গুরুত্বপূর্ণ কর্তা বলছেন, ‘২০২৬ সালে অলিম্পিকের জন্য বিড করা হবে। তার আগে, অর্থাৎ ২০২৬ সালের মধ্যে যাবতীয় কাজ সেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তা যদি করা যায়, তা হলে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসও আয়োজন করতে সমস্যা হবে না। পুরো ব্যাপারটা সাফল্যের সঙ্গে দাঁড় করাতে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন যে পাওয়া যাবে, তাতে সন্দেহ নেই।’

অস্ট্রেলিয়ার পপুলাস নামে একটি সংস্থা আমেদাবাদের পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সকে আধুনিক চেহারা দেওয়া হবে। তার জন্য প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হবে। মোতেরার ২৩৬ একর জমিতে নানা খেলার জন্য স্টেডিয়াম ও সেন্টার গড়ে তোলা হবে। এতেই শেষ নয়, সেখানেই তৈরি হবে গেমস ভিলেজের ৩ হাজার অ্যাপার্টমেন্ট। এই সব কিছু কি ২০২৬ সালের আগে সাজিয়ে তোলা সম্ভব? তিন বছর পরের কমনওয়েলথ গেমসকে পাখির চোখ করে এগোতে চাইছে আমেদাবাদ।