কলকাতা: একদিনের ক্রিকেটে অবশেষে ভারতের ট্রফির খরা কাটল। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অল্পের জন্য ভারতের ট্রফি মিস হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই অঘটন ঘটল না। হল মধুর প্রতিশোধ। কিউয়িদের বিরুদ্ধে দুবাইতে মিনি বিশ্বকাপের ফাইনালে ৪ উইকেটে জয় ভারতের। তারপর আবেগে ভাসলেন মেন ইন ব্লুর সকল ক্রিকেটার। টিমের প্রত্যেকের প্রশংসা করার পাশাপাশি চ্যাম্পিয়ন হয়ে বিরাট কোহলি (Virat Kohli) জানিয়ে দিলেন, সেরা ছেলেদের হাতেই রেখে যাবেন। এই কথা বলে কীসের ইঙ্গিত দিলেন কিং কোহলি?
মিনি বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি বলেন, “এই জয়ের অনুভূতি অসাধারণ। আমরা অস্ট্রেলিয়া সফরের পর ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। একগুচ্ছ তরুণদের সঙ্গে খেলতে পেরে দারুণ লাগছে। ওরা ভালো ছন্দে রয়েছে। টিম ইন্ডিয়াকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। এতদিন ধরে খেলার পরও চাপের মুখে খেলার জন্য মুখিয়ে থাকি। খেতাব জেতার জন্য পুরো টিম বিভিন্ন ম্যাচে নানাভাবে এগিয়ে এসেছে। এই ধরণের টুর্নামেন্ট এলে দলের সকলে জেতার কথাই ভাবে। আমাদের দলগত প্রচেষ্টার ফলে এই ট্রফি জিতলাম।”
তরুণদের সুযোগ পেলেই তাতান বিরাট কোহলি। শেয়ার করেন নিজের অভিজ্ঞতা। এই প্রসঙ্গে কোহলি বলেন, “প্র্যাক্টিস হোক না, অন ফিল্ড বা অফ ফিল্ড সকলে মিলে আমরা জয়ের কথা ভাবি। একটা অসাধারণ টুর্নামেন্ট। দলের তরুণদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা বরাবর শেয়ার করি। কীভাবে এতগুলো বছর ধরে আমি খেলেছি, কোন পরিস্থিতিতে কী করি, সবই ওদের সঙ্গে শেয়ার করি।”
বিরাটের মুখে ম্যাচের শেষে এই সকল কথা শোনার পর ক্রিকেট মহলে অনেকেই ভাবতে শুরু করেছেন, তা হলে কি কোহলি অবসরের ইঙ্গিত দিলেন?