কোমরের চোটে এটিপি কাপ থেকে সরলেন নাদাল

এই অস্ট্রেলিয়া ওপেন নাদালের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি চ্যাম্পিয়ন হতে পারেন, বিশ্বের দু'নম্বর টেনিস প্লেয়ার গ্র্যান্ড স্লাম জেতার লড়াইয়ে টপকে যাবেন চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেডেরারকে।

কোমরের চোটে এটিপি কাপ থেকে সরলেন নাদাল
সৌজন্যে-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার
Follow Us:
| Updated on: Feb 02, 2021 | 1:47 PM

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australia Open) আগে হঠাৎই উদ্বেগ রাফায়েল নাদালকে (Rafael Nadal) ঘিরে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিপি কাপে (ATP Cup) প্রথম ম্যাচ স্পেনের। কোমরের চোটের জন্য সরে দাঁড়ালেন স্প্যানিশ তারকা। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। নাদাল নিজেই টুইটারে লিখেছেন, ‘কোমরের চোটের জন্য এটিপি কাপের প্রথম ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবারের ম্যাচের আগে আশা করি ঠিক হয়ে যাব।’

গতবার থেকে শুরু হয়েছে এটিপি কাপ। ২০১৯ সালে ফাইনালে হেরে গিয়েছিল স্পেন। বৃহস্পতিবার গ্রিসের বিরুদ্ধে টাই। তার আগে নাদাল ফিট হয়ে যাবেন, এমনই আশা করছে তাঁর টিম। মঙ্গলবারের টাইয়ে নাদালের বদলে সিঙ্গলস খেলেন পাবলো কারেনো বুস্তা।

আরও পড়ুন: ভরা গ্যালারিতেই ২০২২ কাতার বিশ্বকাপ

৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। হাতে আর এক সপ্তাহও নেই। তার আগে নাদালের হঠাৎ চোট কিছুটা হলেও চাপে ফেলে দিয়ে ২০বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকাকে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এটিপি কাপকে। চোটের জন্য সেই টুর্নামেন্টে না নামতে পারার কারণ হল, ফিটনেস সমস্যায় ভুগছেন নাদাল। গ্রিস ম্যাচে যদি খেলতে না পারেন স্প্যানিশ তারকা, তা হলে কিন্তু চাপ বাড়বে।

যদিও নাদালের ঘনিষ্ঠ একজন বলছেন, তাঁর চোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই। আসলে ৩৪ বছরের টেনিস তারকা কোনও রকম ঝুঁকি নিতে নারাজ। তাই অস্ট্রেলিয়া ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। দু-একটা বিশ্রাম নিলে ফিট হয়ে যাবেন।

আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে শাস্ত্রীর পরামর্শ

এই অস্ট্রেলিয়া ওপেন নাদালের কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি চ্যাম্পিয়ন হতে পারেন, বিশ্বের দু’নম্বর টেনিস প্লেয়ার গ্র্যান্ড স্লাম জেতার লড়াইয়ে টপকে যাবেন চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেডেরারকে।