AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Carlo Ancelotti: রিয়াল ছেড়ে অবশেষে ব্রাজিলেই পাড়ি জমাচ্ছেন কার্লো আন্সেলোত্তি!

এ মরসুমে রিয়াল মাদ্রিদ ভালো পারফর্ম করতে পারেনি। এরই মাঝে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। একইসঙ্গে চিরশত্রু বার্সেলোনার কাছে কোপা দেল রে হেরেছে মাদ্রিদ। এই পরিস্থিতিতে রিয়ালের কোচ বদলের জল্পনা জোরাল হয়েছে।

Carlo Ancelotti: রিয়াল ছেড়ে অবশেষে ব্রাজিলেই পাড়ি জমাচ্ছেন কার্লো আন্সেলোত্তি!
রিয়াল ছেড়ে অবশেষে ব্রাজিলেই পাড়ি জমাচ্ছেন কার্লো আন্সেলোত্তি!Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 29, 2025 | 12:46 PM

অবশেষে রিয়াল পর্বে অবসানের পথে কার্লো আন্সেলোত্তি (Carlo Ancelotti)? এতদিনের জোর জল্পনা এ বার সত্যি হওয়ার পথে। এই মুহূর্তে তিনি রিয়াল মাদ্রিদের (Real Madrid) দায়িত্বে। শোনা যাচ্ছে, এ বার ব্রাজিলের দায়িত্ব পেতে চলেছেন ইতালিয়ান কিংবদন্তি। এ মরসুমে রিয়াল মাদ্রিদ ভালো পারফর্ম করতে পারেনি। এরই মাঝে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। একইসঙ্গে চিরশত্রু বার্সেলোনার কাছে কোপা দেল রে হেরেছে মাদ্রিদ। এই পরিস্থিতিতে রিয়ালের কোচ বদলের জল্পনা জোরাল হয়েছে। এও শোনা যাচ্ছে, ব্রাজিলের (Brazil) কোচ হওয়ার জন্য কার্লো আন্সেলোত্তি মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন।

স্প্যানিশ মিডিয়া রিপোর্ট অনুসারে, জুন মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগে আন্সেলোত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন। এবং এও শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মাদ্রিদ ছেড়ে যাবেন তিনি।

দিনকয়েক আগে আর্জেন্টিনার কাছে ১-৪ হারের পর সমালোচনার মুখে পড়েছিল দোরিভাল জুনিয়র। এরপর তাঁকে ছেঁটে ফেলে ব্রাজিল। ২০২৪ সালে দোরিভাল ব্রাজিলের কোচ হয়েছিলেন। তাঁকে নিয়ে তিন বছরে ৪ কোচ ছাঁটাই ব্রাজিলে। এরপর থেকেই শোনা যাচ্ছিল দোরিভালের জায়গা নেবেন আন্সেলোত্তি। এ বার সেই দিকেই পরিস্থিতি এগোচ্ছে।

ব্রাজিল জাতীয় দলে কার্লো আন্সেলোত্তির মেয়াদ ২০২৬ সালের জুন অবধি। নাম প্রকাশে অনিচ্ছুক রিয়ালের অনুশীলন মাঠের এক সূত্র জানিয়েছেন যে, ড্রেসিংরুমে বছর ৬৫-র আন্সেলোত্তি ইতিমধ্যেই ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছেন।