CWG 2022 India Day 1 Schedule: জেনে নিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম দিন ভারতের অ্যাথলিটরা নামবেন কোন কোন ইভেন্টে
Commonwealth Games 2022 Schedule Day 1 in Bengali: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ঢাকে কাঠি পড়ছে। আগামীকাল থেকে শুরু হবে এই মাল্টি স্পোর্টস ইভেন্টে ভারতের যাত্রা।
বার্মিংহ্যাম: আগামীকাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। মাল্টি স্পোর্টস ইভেন্টের এটি ২২ তম সংস্করণ। বার্মিংহ্যাম কমনওয়েলথে নানা দেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। ভারতীয় ক্রীড়াবিদরাও এ বারের কমনওয়েলথের নানা ইভেন্টে পদকের লক্ষ্যে নামবেন। ভারত (India) থেকে এ বার মোট ২১৫ জন দল গিয়েছে বার্মিংহ্যামে। এর আগে ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল। ৬৬টি পদক এসেছিল সেইবার। এ বার পদকের প্রত্যাশা তার থেকেও আরও অনেক বেশি। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের প্রথম দিনের সূচি দেখে নিন —
২৯ জুলাই, ভারতীয় ক্রীড়াবিদদের কমনওয়েলথের প্রথম দিনের সূচি
১) লন বল ও প্যারা লন বল (দুপুর ১)
- মহিলাদের সিঙ্গলস সেকশনাল প্লে – রাউন্ড ১
- পুরুষদের ট্রিপল সেকশনাল প্লে – রাউন্ড ১
- পুরুষদের প্যারিস সেকশনাল প্লে -রাউন্ড ১
- মহিলাদের ফোরস সেকশনাল প্লে – রাউন্ড ২
২) জিমন্যাস্টিক্স – আর্টিস্টিক্স (দুপুর ১.৩০)
পুরুষদের দলের ফাইনাল ও ব্যক্তিগত কোয়ালিফিকেশন – সাব ডিভিশন ১
৩) টেবল টেনিস ও প্যারা টেবল টেনিস (দুপুর ২)
পুরুষদের দলগত বিভাগ, কোয়ালিফিকেশন রাউন্ড ১
মহিলাদের দলগত বিভাগ, কোয়ালিফিকেশন রাউন্ড ১
৪) সাইক্লিং – ট্র্যাক অ্যান্ড প্যারা ট্র্যাক (দুপুর ২.৩০)
- পুরুষদের দলগত স্প্রিন্ট কোয়ালিফিকেশন
- মহিলাদের দলগত স্প্রিন্ট কোয়ালিফিকেশন
- পুরুষদের ৪০০০ মিটার দলগত পারসুইট কোয়ালিফিকেশন
৫) সাঁতার ও প্যারা সাঁতার (বিকেল ৩)
- পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল হিট
- পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই হিট
- পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোট এস৯ হিট
- মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাই হিট
৬) ট্রাইথ্যালন ও প্যারা ট্রাইথ্যালন (বিকেল ৩.৩০)
- পুরুষদের ব্যক্তিগত (স্প্রিন্ট ডিসট্যান্স) ফাইনাল
- মহিলাদের ব্যক্তিগত (স্প্রিন্ট ডিসট্যান্স) ফাইনাল
৭)মেয়েদের ক্রিকেট (বিকেল ৩.৩০)
ভারত বনাম অস্ট্রেলিয়া (এজবাস্টন)
৮) বক্সিং (বিকেল ৪.৩০)
- পুরুষদের ৬০ কেজি (লাইট ওয়েল্টার) রাউন্ড অব ৩২
- পুরুষদের ৭১ কেজি (মিডল) রাউন্ড অব ৩২
- পুরুষদের ৭৫কেজি (লাইট হেভি) রাউন্ড অব ৩২
- পুরুষদের ৬৩.৫ কেজি – ৬৭ কেজি (ওয়েল্টার) রাউন্ড অব ৩২
৯) স্কোয়াশ (বিকেল ৪.৩০)
- মহিলাদের ব্যক্তিগত প্রিলিমিনারি রাউন্ড অব ৬৪
- পুরুষদের ব্যক্তিগত প্রিলিমিনারি রাউন্ড অব ৬৪
১০) মেয়েদের হকি (সন্ধ্যা ৬.৩০)
গ্রুপ ম্যাচ – ভারত বনাম ঘানা
১১) ব্যাডমিন্টন (সন্ধ্যা ৬.৩০ মিনিট)
মিক্সড টিম ইভেন্ট কোয়ালিফিকেশন রাউন্ড ১, ভারত বনাম পাকিস্তান
অশ্বিনী পোনাপ্পা-বি সুমিত রেড্ডি : মিক্সড ডাবলস
উল্লেখ্য, ভারতের দর্শকরা কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের ইভেন্ট দেখতে পাবেন Sony TEN 1, Sony TEN 2, Sony TEN 3, Sony SIX এবং Sony TEN 4 চ্যানেলে। সোনি নেটওয়ার্ক ছাড়াও ডিডি স্পোর্টসে সরাসরি দেখা যাবে অনুষ্ঠান। পাশাপাশি Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন।