AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWG 2022 India Day 4 Schedule: সপ্তাহের প্রথম দিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নজরে যে ভারতীয় অ্যাথলিটরা…

Commonwealth Games 2022 Schedule Day 4 in Bengali: আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন।

CWG 2022 India Day 4 Schedule: সপ্তাহের প্রথম দিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নজরে যে ভারতীয় অ্যাথলিটরা...
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সূচি
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 12:51 PM
Share

বার্মিংহ্যাম: আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন। মাল্টি স্পোর্টস ইভেন্টের এটি ২২ তম সংস্করণে ভারতের ঝুলিতে এখনও অবধি এসেছে ৬টি পদক। দ্বিতীয় দিন ভারোত্তোলন থেকে দেশকে চারটি পদক এনে দিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। মহিলাদের ভারোত্তোলনে সোনা জিতেছেন মীরাবাঈ চানু এবং রুপো পেয়েছেন বিন্দিয়ারানি দেবী। পুরুষদের ভারোত্তোলনে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে সংকেত মহাদেব সারগর ও গুরুরাজা পূজারি। এরপর তৃতীয় দিন পুরুষদের ভারোত্তোলন থেকে ভারতকে জোড়া সোনা এনে দিয়েছেন ১৯ বছরের জেরেমি লালরিননুনগা এবং অচিন্ত্য শিউলি। আজ নজরে থাকবেন বাংলার মেয়ে প্রণতি। ভল্টের ফাইনালে উঠেছেন তিনি। বার্মিংহ্যাম কমনওয়েলথে নানা দেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। ভারতীয় ক্রীড়াবিদরাও এ বারের কমনওয়েলথের নানা ইভেন্টে পদকের লক্ষ্যে নামছেন। ভারত (India) থেকে এ বার মোট ২১৫ জন দল গিয়েছে বার্মিংহ্যামে। এর আগে ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল। ৬৬টি পদক এসেছিল সেইবার। এ বার পদকের প্রত্যাশা তার থেকেও আরও অনেক বেশি। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের চতুর্থ দিনের সূচি দেখে নিন —

১ অগস্ট, ভারতীয় ক্রীড়াবিদদের কমনওয়েলথের চতুর্থ দিনের সূচি

১) বক্সিং (দুপুর ১২.১৫)

  • পুরুষদের ৪৮ কেজি – ৫১ কেজি (ফ্লাইওয়েট) রাউন্ড অব ১৬ – অমিত পাঙ্ঘাল
  • পুরুষদের ৫৪ কেজি – ৫৭ কেজি (ফেদারওয়েট) রাউন্ড অব ১৬ – মহম্মদ হুসামুদ্দিন
  • পুরুষদের ৭৫ কেজি – ৮০ কেজি (লাইট হেভিওয়েট) রাউন্ড অব ১৬ – আশিষ কুমার

২) লন বল

ভারত বনাম নিউজিল্যান্ড (মহিলাদের সেমিফাইনাল)

৩) ভারোত্তোলন (দুপুর ২)

পুরুষদের ৮১ কেজি – অজয় সিং

৪) আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স

মেয়েদের ভল্ট ফাইনাল – প্রণতি নায়েক

৫) জুডো (দুপুর ২.৩০)

  • পুরুষদের ৬০ কেজি প্রিলিমিনারি রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ও রেপেচেজ – বিজয় কুমার যাদব
  • পুরুষদের ৬৬ কেজি প্রিলিমিনারি রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ও রেপেচেজ – জসলিন সিং সাইনি
  • মহিলাদের ৪৮ কেজি প্রিলিমিনারি রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ও রেপেচেজ – সুশীলা লিকমাবাম
  • মহিলাদের ৫৭ কেজি প্রিলিমিনারি রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ও রেপেচেজ – সূচিকা তারিয়াল

৬) স্কোয়াশ

মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল – জোৎস্না চিনাপ্পা

৭) সাঁতার (বিকেল ৩)

  • পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই হিট – সজন প্রকাশ
  • পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল এস৭ হিট – সুয়শ যাদব ও নিরঞ্জন মুরুন্দন

৮) টেবল টেনিস

পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম নাইজেরিয়া

৯) হকি (সন্ধ্যা ৬.৩০)

পুরুষদের গ্রুপ ম্যাচ – ভারত বনাম ইংল্যান্ড

১০) সাইক্লিং (সন্ধ্যা ৬.৩০)

  • পুরুষদের ৪০ কিমি পয়েন্টল রেস কোয়ালিফিকেশন – ভেঙ্কাপ্পা কেঙ্গালাগুট্টি
  • মহিলাদের ১০ কিমি রেস ফাইনাল – মীনাক্ষী
  • মহিলাদের কেইরিন রাউন্ড ১ – ময়ূরী লুতে ও ত্রিয়াশা পাল

১১) ভারোত্তোলন (রাত ১১)

মহিলাদের ৭১ কেজি – হরজিন্দর কৌর