CWG 2022 India Day 5 Schedule: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে আজ নজরে লন বল, ভারোত্তোলন…
কমনওয়েলথ গেমসে আজ ভারতের জন্য ঐতিহাসিক দিন। লন বল ইভেন্ট থেকে পদক আসবে আজ ভারতের ঝুলিতে।

বার্মিংহ্যাম: আজ, মঙ্গলবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) পঞ্চম দিন। দেখতে দেখতে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের ৪টে দিন পেরিয়ে গিয়েছে। ভারতের ঝুলিতে এখনও অবধি এসেছে মোট ৯টি পদক। যার মধ্যে ভারোত্তোলন থেকে এসেছে মোট ৭টি পদক। তার মধ্যে মহিলাদের ভারোত্তোলনে সোনা জিতেছেন মীরাবাঈ চানু এবং রুপো পেয়েছেন বিন্দিয়ারানি দেবী, ব্রোঞ্জ পেয়েছেন হরজিন্দর কৌর। পুরুষদের ভারোত্তোলনে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে সংকেত মহাদেব সারগর ও গুরুরাজা পূজারি। তৃতীয় দিন পুরুষদের ভারোত্তোলন থেকে ভারতকে জোড়া সোনা এনে দিয়েছেন ১৯ বছরের জেরেমি লালরিননুনগা ও বাংলার ২০ বছরের অচিন্ত্য শিউলি। এবং জুডোতে রুপো পেয়েছেন সুশীলা দেবী ও ব্রোঞ্জ পেয়েছেন বিজয় কুমার। বার্মিংহ্যাম থেকে আরও একাধিক পদকের অপেক্ষায় রয়েছে ভারত। আজ বিশেষ নজরে থাকবে মহিলাদের লন বল ইভেন্টে। কারণ, এই প্রথম বার এই ইভেন্টের ফাইনালে উঠেছে ভারত। একইসঙ্গে পঞ্চম দিন নজর রাখতে হবে ভারোত্তোলন, স্কোয়াশ, হকির মতো একাধিক ইভেন্টেও। চলতি কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের পঞ্চম দিনের সূচি দেখে নিন —
২ অগস্ট, ভারতীয় ক্রীড়াবিদদের কমনওয়েলথের পঞ্চম দিনের সূচি
১) বক্সিং
- পুরুষদের ৭৫-৮০ কেজি (লাইট হেভিওয়েট) রাউন্ড অব ১৬ – আশিষ কুমার
- পুরুষদের ৬৩.৫ কেজি – ৬৭ কেজি (ওয়েল্টার ওয়েট) রাউন্ড অব ১৬ – রোহিত টোকাস
২) লন বল
সোনার পদকের ম্যাচ – ভারতের মহিলা দল বনাম দক্ষিণ আফ্রিকার মহিলা দল
৩) সাঁতার
- পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক – হিট ২ – শ্রীহরি নটরাজ
- পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল – হিট ২ – কুশাগ্র রাওয়াত
- পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল – হিট ১ – অদ্বৈত পেজ
৪) স্কোয়াশ
- মহিলাদের সিঙ্গলস প্লেট সেমিফাইনাল – সুনয়না সারা কুরুভিল্লি বনাম ফারিজা জাফর
- পুরুষদের সিঙ্গলস সেমিফাইনাল – সৌরভ ঘোষাল
৫) ভারোত্তোলন
- মহিলাদের ৭৬ কেজি – পুনম যাদব (দুপুর ২)
- পুরুষদের ৯৬ কেজি – বিকাশ ঠাকুর (সন্ধ্যা ৬.৩০)
- মহিলাদের ৮৭ কেজি – উষা বান্নুর নাতেশ কুমারা (রাত ১১)
৬) অ্যাথলেটিক্স
- পুরুষদের লং জাম্প যোগ্যতা অর্জন পর্ব এ ও বি – মুরলী শ্রীশঙ্কর, মহম্মদ আনস
- পুরুষদের হাই জাম্প যোগ্যতা অর্জন পর্ব এ ও বি – তেজস্বিন শংকর
- মহিলাদের ডিসকাস থ্রো – নভজিৎ ধিলোন, সীমা পুনিয়া
- মহিলাদের শটপুট
- মহিলাদের ১০০ মিটার রাউন্ড ১ হিট – দ্যুতি চাঁদ
৭) হকি
মহিলাদের হকি ম্যাচ (ভারত বনাম ইংল্যান্ড)
৮) ব্যাডমিন্টন
মিক্সড টিম ফাইনাল (ভারত বনাম মালয়েশিয়া)
৯) টেবল টেনিস
পুরুষদের ফাইনাল (ভারত বনাম সিঙ্গাপুর)
