CWG 2022-Cricket : শুরুতেই রোমাঞ্চকর ম্যাচ, ভারত-অস্ট্রেলিয়ার নজরে যারা

Commonwealth Games 2022: শেফালি-স্মৃতি জুটি ভারতীয় ইনিংসের মজবুত ভিত গড়ে দিতে পারে।

CWG 2022-Cricket : শুরুতেই রোমাঞ্চকর ম্যাচ, ভারত-অস্ট্রেলিয়ার নজরে যারা
ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানাImage Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 7:45 AM

বার্মিংহ্যাম : ইতিহাসের সন্ধিক্ষণ। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ফিরছে ক্রিকেট। মেয়েদের ক্রিকেট এবারই প্রথম। শুরুতেই ভারত-অস্ট্রেলিয়া (INDWvAUSW)। ২০২০ টি ২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দর্শক সংখ্যা নজর কেড়েছিল। ৮৬,১৭৪। কমনওয়েলথ গেমসের ক্রিকেটে উদ্বোধনী ম্যাচে এই সংখ্যা হবে না। তবে রোমাঞ্চকর একটা ম্যাচ অপেক্ষা করছে এটুকু নিশ্চিত থাকা যায়। দু দলের নজরে কারা, আলাদা করে পাঁচ জনকে বেছে নেওয়া কঠিন। তবুও যাদের দিকে বাড়তি নজর থাকবে…

শেফালি ভার্মা : আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের পর থেকে, যে কোনও প্রতিপক্ষের কাছেই আতঙ্কের এক নাম শেফালি। প্রথম বল থেকেই আক্রমণ করতে পারেন। এখন কিছুটা হলেও খেলার ধরণ পাল্টেছেন। ভালো বলকে সম্মান দেন, অপেক্ষা করেন মারার বলের। যা আরও ভয়ঙ্কর করে তুলেছে শেফালিকে। ভারতীয় ব্যাটিংয়ের ভিত নির্ভর করবে শেফালির উপর।

হরমনপ্রীত কৌর : ব্যাটি, বোলিং, ফিল্ডিং। অলরাউন্ডার হরমনপ্রীত কতটা ভয়ঙ্কর সেটা বহুবার টের পেয়েছে প্রতিপক্ষ। ইংল্যান্ডের মাটিতেই ২০১৭ ওয়ান ডে বিশ্বকাপে ১৭১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন হরমন। সদ্য শ্রীলঙ্কা সফরে দুই ফরম্যাটেই সিরিজ জিতে এসেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজর থাকবে ভারত অধিনায়কের দিকে।

স্মৃতি মান্ধানা : তাঁর সম্পর্কে প্রথম কথাই আসে ‘ক্লাস’। অনেক বেশি পরিণত মানসিকতার। তাঁর প্রতিটি শটই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বিশেষত কভার ড্রাইভ। ঝুঁকিহীন বড় ইনিংস খেলতে পারেন স্মৃতি। শেফালি-স্মৃতি জুটি ভারতীয় ইনিংসের মজবুত ভিত গড়ে দিতে পারে।

মেগ ল্যানিং : অস্ট্রেলিয়া যে কোনও ফরম্যাটেই ভয়ঙ্কর। তার অন্যতম কারণ মেগ ল্যানিংয়ের নেতৃত্ব। ক্রিকেট মস্তিষ্ক বাকিদের থেকে তাঁকে আলাদা করে। ব্যাটিংয়ে ভরসা দেন। ফিল্ডিংয়েও অনবদ্য। উপযোগী ইনিংস খেলেন।

অ্যালানা কিং : খুব বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার। অল্প সময়েই অনবদ্য পারফরম্যান্স। বোলিংয়ে বৈচিত্র অনেক। প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য যথেষ্ট রসদ মজবুত রয়েছে তাঁর বোলিংয়ে।