IPL 2025, RCB vs CSK: রোমারিওর রোষে চেন্নাই সুপার কিংস! হাফসেঞ্চুরিতে রেকর্ড…
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার। অল্পের জন্য সেই রেকর্ডে ভাগ বসানো হল না। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব চালালেন রোমারিও শেপার্ড। অথচ এই ক্যারিবিয়ান তারকা শুরুর দিকে সুযোগই পাচ্ছিলেন না!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম হাফসেঞ্চুরি রয়েছে ১৩ বলে। সার্বিক ভাবে টি-টোয়েন্টিতে ১২ বলে। আইপিএলে ১৩ বলে হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে যশস্বী জয়সওয়ালের। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার। অল্পের জন্য সেই রেকর্ডে ভাগ বসানো হল না। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব চালালেন রোমারিও শেপার্ড। অথচ এই ক্যারিবিয়ান তারকা শুরুর দিকে সুযোগই পাচ্ছিলেন না!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে বৃষ্টির আশঙ্কা ছিল। এল কালবৈশাখী। তবে সেটা প্রকৃতির নয়। ক্যারিবিয়ান তারকার। মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি পার রোমারিও শেপার্ডের। এ মরসুমে তাঁকে নিয়েছে আরসিবি। শুরুর দিকে স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে খেলাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে মোহভঙ্গ হয় ইংল্যান্ড অলরাউন্ডারে। রোমারিওকে খেলাতে শুরু করে আরসিবি। গত কয়েক ম্যাচে ট্রেলার দেখিয়েছেন। এ দিন সিনেমার একটা বড় অংশ যেন দেখালেন।
আইপিএলে যশস্বীর ১৩ বলে হাফসেঞ্চুরির পরই রয়েছে ১৪ বলে হাফসেঞ্চুরির তালিকা। সেই তালিকায় ছিলেন প্যাট কামিন্স, লোকেশ রাহুল। কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় অর্থাৎ ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন প্যাট কামিন্স। অন্যদিকে, পঞ্জাব কিংসে থাকাকালীন ২০১৮ সংস্করণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন লোকেশ রাহুল। এ দিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। সব মিলিয়ে ১৪ বলে হাফসেঞ্চুরি করে এই তালিকায়।
Are you not entertained? 🤩
Romario Shepherd thrilled the M. Chinnaswamy Stadium with a ‘blink and you miss’ knock 🫡🔥
Updates ▶ https://t.co/I4Eij3ZNlN#TATAIPL | #RCBvCSK | @RCBTweets pic.twitter.com/uPDjTUpOvY
— IndianPremierLeague (@IPL) May 3, 2025
