Pakistan Cricket: মাথা পিছু ৩টে রুম, নিউ ইয়র্কের টিম হোটেলে কী করেছে পাকিস্তান?
T20 World Cup 2024: নিউ ইয়র্কে দিন ১২ ছিল পাকিস্তান। গ্রুপ পর্যায়ে তিনটে ম্যাচ খেলার জন্য মার্কিন মুলুকে পা রেখে পাকিস্তান টিম যা করেছে, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের। ওই দু'সপ্তাহের আমেরিকা সফরে হ্যারিস রউফ, আজম খানরা ফুর্তি করেছেন আসলে।
কলকাতা: জুনিয়র হলে মেলে ডরমেটরি। একটু সিনিয়র হলে ডাবল বেডরুম। আর একটু সিনিয়র হলে সিঙ্গল রুম। আর তারকা হলে? মাথা পিছু ক্রিকেটাররা কি তিনটে রুম পেতে পারেন? বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ধনী ধরা হয় ভারতকে। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা বিলাসবহুল হোটেলে যেমন থাকেন, তেমনই তাঁদের জন্য বরাদ্দ থাকে সিঙ্গল রুম। ভারতীয় ক্রিকেটের এই দস্তুর সেই সাতের দশক থেকে চলে আসছে। কিন্তু যে দেশ দেনায় ডুবে, যে দেশ এর-তার কাছে হাত পেতে বেড়াচ্ছে, যে দেশের ক্রিকেট বোর্ড ঘরোয়া টুর্নামেন্টই চালাতে পারে না, সংস্কার করতে পারে না স্টেডিয়ামের, সেই দেশের ক্রিকেটাররা কিনা মাথা পিছু ৩টে করে রুম নিয়ে রেখেছিলেন বিশ্বকাপ খেলতে গিয়ে। বাবর আজমরা (Babar Azam) কি সত্যি খেলতে গিয়েছিলেন? নাকি শুধু পরিবার নয়, পাড়া প্রতিবেশী নিয়ে বেড়াতে গিয়েছিলেন? পাকিস্তান বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে ছিটকে যাওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর খবর আসছে। যা বিতর্কের আগুন জ্বালিয়েছে। সেই আগুনে এ বার ঘি দিল নতুন এক বিস্ফোরক খবর।
নিউ ইয়র্কে দিন ১২ ছিল পাকিস্তান। গ্রুপ পর্যায়ে তিনটে ম্যাচ খেলার জন্য মার্কিন মুলুকে পা রেখে পাকিস্তান টিম যা করেছে, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের। ওই দু’সপ্তাহের আমেরিকা সফরে হ্যারিস রউফ, আজম খানরা ফুর্তি করেছেন আসলে। মারামারি থেকে শুরু করে টিম মিটিংয়ে ঝামেলা কিছুই বাদ নেই। শুধু ক্রিকেটটাই খেলেনি পাকিস্তান। প্রাক্তন পাক ক্রিকেটার আতিক উজ জামান দাবি করেছেন, ‘আমি শুনেছি, ১৭জনের টিম নিয়ে পাকিস্তান আমেরিকা গিয়েছিল। তাঁদের জন্য নাকি ৬০টা রুম বরাদ্দ ছিল। ১৭ জন প্লেয়ারের পাশাপাশি ১৭ জন কর্তাও ছিলেন।’ এও এক বিস্ফোরক তথ্য। পাকিস্তান টিমের সঙ্গে ১৭ জন কর্তা কেন গিয়েছিলেন? বিদেশ বেড়াতে? ভারতীয় টিমের সঙ্গে সেই অর্থে কোনও কর্তাকেই দেখা যাচ্ছে না। থাকলেও হাতেগোনা। সেখানে পাকিস্তানের ১৭জন প্লেয়ারের পাশাপাশি ১৭জন কর্তা, এই তথ্য অনেককেই অবাক করে দিচ্ছে।
আতিক একইসঙ্গে বলেছেন, ‘বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে পরিবার নিয়ে টিম কেন যাবে? আমাদের সময় টিমের সঙ্গে কোচ আর ম্যানেজার যেতেন। এখনকার সংস্কৃতিই দেখছি আশ্চর্যরকমের। বউকে সঙ্গে নিয়ে খেলতে যাওয়া, বাচ্চাদের সঙ্গে রাখা, বাইরে থেকে খাবার আনিয়ে সিনেমা দেখতে দেখতে সময় কাটানো, বিশ্বকাপ খেলছে পাকিস্তান নাকি রসিকতা করছে?’
বিতর্কের পর বিতর্কের ঝড় বইছে। এই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবেন বাবর আজমরা, এমনই আন্দাজ করা হচ্ছে। শুধুই কি বাবর? এই পাকিস্তান টিমের অনেককেই হয়তো পরবর্তী সিরিজে নাও দেখা যেতে পারে।