T20 World Cup 2022: ‘ভগবান সব দেখছেন’, দল থেকে বাদ পড়ে বিস্ফোরক ৪ ভারতীয় ক্রিকেটার
Indian Cricket Team: টি টোয়েন্টি বিশ্বকাপের পর আসন্ন দুই দেশের সঙ্গে সিরিজে বেশ কিছু প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। অন্য দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সফরে বেছে নেওয়া দলে এ বারও জায়গা পাননি পৃথ্বী শ।

মুম্বই: ৩১ অক্টোবর সোমবার আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের নির্বাচকরা। নিউজিল্যান্ডে ৩ ম্যাচের ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ রয়েছে অন্যদিকে বাংলাদেশেও টেস্ট ও ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। দুই সিরিজের জন্য নতুন দল ঘোষণা করা হয়েছে। পুরনোদের পাশাপাশি সেখানে বেশ কিছু নতুন মুখকেও সুযোগ দেওয়া হয়েছে। বাদ পড়া কোন ক্রিকেটার কী স্ট্যাটাস দিলেন, জেনে নিন TV9Bangla-তে।
Instagram story of Prithvi Shaw, Umesh Yadav, Ravi Bishnoi and Nitish Rana – Players are disappointed and emotional too. pic.twitter.com/L5SDuHaVXn
— CricketMAN2 (@ImTanujSingh) October 31, 2022
টি টোয়েন্টি বিশ্বকাপের পর আসন্ন দুই দেশের সঙ্গে সিরিজে বেশ কিছু প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। অন্য দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সফরে বেছে নেওয়া দলে এ বারও জায়গা পাননি পৃথ্বী শ। সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন এই ডান হাতি ব্যাটার। সোশ্যাল মিডিয়াতে সাইবাবার ছবি পোস্ট করে পৃথ্বী লিখেছেন, “আশা করছি সাইবাবা আপনি সব কিছু দেখছেন” উমেশ যাদব, রবি বিষ্ণোই ও নীতীশ রাণার মতো প্লেয়াররাও হতাশা প্রকাশ করেছেন। তালিকায় রয়েছেন সরফরাজ খানও। রবি বিষ্ণোইয়ের দল থেকে বাদ যাওয়া অনেককেই অবাক করেছে কারণ সীমিত ওভারের ক্রিকেটে তিনি যেটুকু সুযোগ পেয়েছেন তাতে তাঁর পারফর্ম্যান্স ভাল ছিল। এমনকী এশিয়া কাপে মেন ইন ব্লুতে জায়াগা পেয়েছিলেন রবি। টিমে স্থান না পাওয়া ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করে রবি লিখেছেন, “বাদ পড়া থেকে ফিরে আসা অনেক বেশি শক্তিশালী।”
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের নিরিখে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘরোয়া সাদা বলের ক্রিকেটে পৃথ্বীর পারফর্ম্যান্স চোখে পড়ার মতো। অন্য দিকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে অজিঙ্ক রাহানের সেরা বিকল্প হয়ে উঠতে পারেন সরফরাজ খান।
টিমে জায়গা পাননি বাঁ হাতি ব্যাটার নীতীশ রাণাও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নীতীশ শুধুমাত্র একটি শব্দ লিখেছেন, ‘আশা- শক্ত থাক, ব্যাথা শেষ হয়ে যাবে।’ দলে সুযোগ না পেয়ে খানিক আগ্রাসী মেজাজেই দেখা গিয়েছে পেসার উমেশ যাদবকে। ইনস্টাগ্রামে উমেশ লেখেন, “আমাকে আপনার বোকা বানতেই পারেন, কিন্তু মনে রাখবেন ভগবান আপনার ওপর নজর রাখছে।”





