পচেস্ট্রুম: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে স্বপ্নের সফর। আরও এক বার শিরোনামে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান। তাও আবার মাত্র ৩৫ বলে! চমকে দেওয়ার মতোই। সব মিলিয়ে ৫৭ বলে ১৬২ রানের ইনিংস। ১৩টি ছয় মেরেছেন বছর ১৯-র ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২০ (SA domestic T20 cricket) প্রতিযোগিতায় নর্দার্ন টাইটান্সে খেলেন ব্রেভিস। নাইটসদের বিরুদ্ধে এমন বিধ্বংসী ইনিংস ‘বেবি এবি’র (Baby AB)। অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে তাঁকে এই নামেই ডাকতেন সতীর্থরা। সেই থেকে ডিওয়াল্ড ব্রেভিসের চেয়েও ‘বেবি এবি’ নামেই অতি পরিচিত। এক ম্যাচে নানা কারনামা। খোঁজ দিল TV9Bangla।
Dewald Brevis is a 𝐁𝐈𝐆 𝐃𝐄𝐀𝐋! 🔝#CSAT20Challenge pic.twitter.com/Y1iuRV4up6
— SuperSport 🏆 (@SuperSportTV) October 31, 2022
টি ২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বাধিক স্কোরের নজির ব্রেভিসের। তাঁর ১৬২ রানের সৌজন্যে টাইটান্স ২০ ওভারে ৩ উইকেটে ২৭১ রানের বিশাল স্কোর গড়ে। দক্ষিণ আফ্রিকা ঘরোয়া টি-টোয়েন্টিতে ব্রেভিসের ১৬২ রান সর্বাধিক, দ্রুততম শতরানও। ব্রেভিসের ইনিংসের সৌজন্যে বিশাল রান তাড়া করতে হয় নাইটসদের। তারা ২০ ওভারে ৯ উইকেটে ২৩০ রান করে। এবি ডিলিভিয়ার্সের মতো স্টান্স, শটের বৈচিত্র এবং বিধ্বংসী ক্রিকেটে ইতিমধ্যেই বিশ্ব মঞ্চে সারা ফেলেছেন ব্রেভিস। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর আইপিএলেও সুযোগ। তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সীমিত সুযোগে নজর কেড়েছেন আইপিএলেও। আগামী বছরের শুরুতেই হতে চলেছে আইপিএলের ধাঁচে দক্ষিণ আফ্রিকা টি২০ প্রতিযোগিতা। সেখানেও মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে ব্রেভিসকে।
“THIS IS UNREAL!” 🎙️
What can you not do, @BrevisDewald? 🥹🔥pic.twitter.com/jjrDwQoUcz
— MI Cape Town (@MICapeTown) October 31, 2022
শুধু রেকর্ড গড়া ইনিংসই নয়, ফিল্ডিংয়েও এবিডি-র ছাপ দেখালেন ‘বেবি এবি’। বাউন্ডারি লাইনে অ্যাক্রোব্যাটিক ক্যাচ নেন ব্রেভিস। জাম্প করলেও ব্যালেন্স রাখতে পারেননি। স্নায়ুর চাপ সামলে বল উপরে ছুঁড়ে দেন। ফের বাউন্ডারির বাইরে থেকেই উড়ন্ত ক্যাচ। তাঁর ব্য়াটিংয়ের পাশাপাশি এই ক্যাচও নজর কেড়েছে। এমন একটা পারফরম্যান্স নজর এড়ায়নি এবি ডিভিলিয়ার্সের। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবিডিও। তিনে লেখেন, ‘ডিওয়াল্ড ব্রেভিস, এর বেশি আর কিচ্ছু বলার নেই।’ আরও অনেক তারকা ক্রিকেটারই নানা মন্তব্য করেছেন। এক নজরে সেগুলোও দেখে নিন।
Dewald Brevis. No need to say more
— AB de Villiers (@ABdeVilliers17) October 31, 2022
Congrats to young brevis .. hope it’s the first of many 100s 👏
— Herschelle Gibbs (@hershybru) October 31, 2022
Wow!! This is incredible!! Well done @BrevisDewald 🙌🏾👌🏾 https://t.co/Azx9ejFOYE
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) October 31, 2022
Where can I watch the highlights of the @Titans_Cricket match in Australia??@BrevisDewald Well Batted boitjie! 🤯
— Tabraiz Shamsi (@shamsi90) October 31, 2022
Watching a masterclass from Dewald Brevis. Bowlers will be under serious pressure for the next 15+ years.
— Albie Morkel (@albiemorkel) October 31, 2022