Abhishek Sharma Century: কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি অভিষেক শর্মার, অল্পের জন্য রোহিতের রেকর্ড রক্ষা!
India vs England 5th T20I: এরপর অবশ্য ধারাবাহিকতা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ঐতিহাসিক সেঞ্চুরি অভিষেক শর্মার। অল্পের জন্য রক্ষা পেল রোহিত শর্মা, ডেভিড মিলারের রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক শর্মা। আইপিএলে ঝড় তোলার পর জিম্বাবোয়ে সফরের স্কোয়াডে ছিলেন। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত জিম্বাবোয়ে সফরে ৪-১ এ সিরিজ জিতেছিল। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। এরপর অবশ্য ধারাবাহিকতা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ঐতিহাসিক সেঞ্চুরি অভিষেক শর্মার। অল্পের জন্য রক্ষা পেল রোহিত শর্মা, ডেভিড মিলারের রেকর্ড।
আইসিসি পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের। দু-জনেই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ভারতের তরুণ ব্য়াটার অভিষেক শর্মা। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করলেন অভিষেক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চার-ছয়ের বন্যা অভিষেকের ব্য়াটে। যে গতিতে এগোচ্ছেন তাতে আরও বড় রেকর্ডও হতে পারে।
এই সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক। গত তিন ম্যাচে শুরুটা ভালো করলেও ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ওয়াংখেড়েতে তারকা সমাবেশ। সেখানে শুরু থেকেই ঝড় তোলেন। প্রথম ওভারে অবশ্য সঞ্জু স্য়ামসন ১৬ রান তোলেন। এরপর অভিষেকের দাপট। ইতিমধ্যেই তাঁর ইনিংসে ১০টি ছয়।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্মৃতির মাঠ। সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রোহিত শর্মাদের মতো ক্রিকেটারদের দাপট দেখা গিয়েছে। এ বার এক তরুণ ক্রিকেটারের দাপট।





