Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Sharma: ও লাকি… সেঞ্চুরিয়ন অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রানের এক অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচের শেষে অভিষেকের প্রশংসা শোনা গিয়েছে বিপক্ষ দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারেরও মুখে।

Abhishek Sharma: ও লাকি... সেঞ্চুরিয়ন অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স
ও লাকি... সেঞ্চুরিয়ন অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ পঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়সImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 6:29 PM

অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নিয়ে আলোচনা থামছেই না। শুরুটা হয়েছিল শনি-রাতে। উপ্পলে তাঁর ব্যাটিং তাণ্ডবের পর। সেই তখন থেকে আরও একবার লাইমলাইটে অভিষেক। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রানের এক অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচের শেষে অভিষেকের প্রশংসা শোনা গিয়েছে বিপক্ষ দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারেরও মুখে।

২৪৬ রানের বিশাল টার্গেট সফলভাবে চেজ করে অরেঞ্জ আর্মি। এত বেশি রান সচরাচর তাড়া করে সফল হয়নি বেশি দল। আইপিএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে, মাত্র একবারই এত বড় রান তাড়া করতে সফল হয়েছিল পঞ্জাব। সে বার ২৬২ রানের টার্গেট দিয়েছিল নাইটরা। সেই বিশাল রান সফল ভাবে তাড়া করেছিল পঞ্জাব। কাকতালীয়ভাবে তখন কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স। আর এ বারও হেরে যাওয়া টিমের ক্যাপ্টেন তিনিই।

১৪১ রান করে একজন ভারতীয় হিসেবে আইপিএলের এক ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। ম্যাচের পরে শ্রেয়সকে জিজ্ঞাসা করা হয় যে, জয়ের জন্য কত রান উপযুক্ত বলে তিনি মনে করেন। তখন তিনি জানান, হায়দরাবাদ যেভাবে অনায়াসে তাঁদের দেওয়া টার্গেট তুলে নিয়েছে, তাতে তিনি খুবই অবাক হয়েছিলেন। তিনি বলেছেন,  ‘সত্যি বলতে গেলে আমরা হায়দরাবাদকে দারুণ টার্গেট দিয়েছিলাম। কিন্তু যেভাবে ওরা প্রায় দু’ওভার বাকি থাকতেই যেভাবে ম্যাচ জিতে নিয়েছে, তার ফলে আমার হাসি থামছেই না।’

অভিষেকের ওই ১৪১ রানটা হয়তো হত না। কারণ পঞ্জাবের ফিল্ডাররা দু’বার অভিষেকের ক্যাচ ফসকান। তাই শ্রেয়সের মনে হয়েছে যে অভিষেক খুব ‘ভাগ্যবান’। এই নিয়ে শ্রেয়স বলেছেন, ‘আমরা কয়েকটি ক্যাচ নিতে পারতাম। কিন্তু অভিষেত ভাগ্যবান। ও অতুলনীয়। আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী বল করতে পারিনি। ওপেনিং জুটি দারুণ খেলেছে, ওরা আমাদের ম্যাচে ফেরার বেশি সুযোগই দেয়নি।’