Afghan Pacer Banned: টি-টোয়েন্টিতে ২০ মাসের নির্বাসন! আফগান পেসারের মাথায় হাত
T20 Cricket: ওয়ান ডে বিশ্বকাপের আগেই নবীন ঘোষণা করে দিয়েছিলেন, এই ফর্ম্যাট থেকে অবসর নেবেন। বিশ্বকাপে ভালো পারফর্ম করলেও সিদ্ধান্ত বদলাননি। তাঁর লক্ষ্য মূলত টি-টোয়েন্টি ক্রিকেট। দেশের হয়ে খেলার পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছাপ ফেলতে চান নবীন। এ বছরের শুরুতে হয়েছিল উদ্বোধনী ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। যা ILT20 নামে পরিচিত। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারই খেলেন এই টুর্নামেন্টে। এই তালিকায় রয়েছেন নবীন উল হক। উদ্বোধনী সংস্করণে খেলেছিলেন নবীন।
মুম্বই: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেছে আফগানিস্তান ক্রিকেট টিম। বেশ কিছু তরুণ প্লেয়ার নজর কেড়েছেন। এর মধ্যে একজন অবশ্যই পেসার নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও জনপ্রিয় নাম। যদিও বিতর্কে জড়িয়েই পরিচিতি বেড়েছিল নবীনের। আগামী আইপিএলের জন্যও নবীনকে রিটেন করেছে লখনউ সুপার জায়ান্ট। আজ আইপিএলের আগামী সংস্করণের মিনি অকশন। তার আগেই অস্বস্তির খবর আফগান পেসার নবীন উল হকের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ান ডে বিশ্বকাপের আগেই নবীন ঘোষণা করে দিয়েছিলেন, এই ফর্ম্যাট থেকে অবসর নেবেন। বিশ্বকাপে ভালো পারফর্ম করলেও সিদ্ধান্ত বদলাননি। তাঁর লক্ষ্য মূলত টি-টোয়েন্টি ক্রিকেট। দেশের হয়ে খেলার পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছাপ ফেলতে চান নবীন। এ বছরের শুরুতে হয়েছিল উদ্বোধনী ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। যা ILT20 নামে পরিচিত। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারই খেলেন এই টুর্নামেন্টে। এই তালিকায় রয়েছেন নবীন উল হক। উদ্বোধনী সংস্করণে খেলেছিলেন নবীন।
আইএল টি-টোয়েন্টির আগামী সংস্করণের জন্য নবীনকে রিটেন করতে চেয়েছিল তাঁর দল শারজা ওয়ারিয়র্স। নিয়ম ভঙ্গের অভিযোগে এ বার ২০ মাসের জন্য আইএল টি-টোয়েন্টি থেকে নির্বাসিত করা হল নবীন উল হককে। ওয়ারিয়র্স তাঁকে রিটেন করতে চাইলেও চুক্তি করেননি নবীন। ওয়ারিয়র্সের নোটিসে সাড়া না দেওয়ায় তাঁকে নির্বাসিত করা হয়েছে। আইএল টি-টোয়েন্টির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডেভিড হোয়াইট এক বিবৃতিতে বলেছেন, ‘এরকম একটা ঘোষণায় আমরা গর্বিত নই। তবে এ ধরনের আচরণ অন্য দলেরও ক্ষতি করতে পারে। নবীনের সঙ্গে শারজা ওয়ারিয়র্সের চুক্তি ছিল। সেটা না মানায় নবীনকে নির্বাসিত করতে বাধ্য হচ্ছে।’
নির্বাসনের কারণে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে সমস্যা হবে না আফগান পেসারের। তবে তাঁর ভাবমূর্তি যে ক্ষুন্ন হবে এ কথা বলাই যায়। অন্যান্য লিগের ফ্র্যাঞ্চাইজি দলগুলি এই বিষয়টিতে মোটেই ভালো ভাবে নেবে না, এটাই যেন প্রত্যাশিত।