Rashid Khan: হাসপাতালে রশিদ খান, এখন কেমন আছেন আফগান স্পিনার?
Rashid Khan Health Update:সদ্য় শেষ হওয়া বিশ্বকাপে সকলের নজর কেড়েছে আফগানিস্তান। একের পর এক অঘটন ঘটিয়ে নতুন আফগান কাব্য লিখেছে হসমতউল্লাহ শাহিদীর দল। আফগানদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারকা স্পিনার রশিদ খান। পিঠে চোট নিয়েই দেশের হয়ে লড়েছেন। প্রসঙ্গ, তেইশের বিশ্বকাপে নয় ম্য়াচে চারটিতে সাফল্য পেয়েছে আফগানিস্তান। তিনটি বিশ্বচ্যাম্পিয়ন দলের পাশাপাশি নেদারল্যান্ডসকেও হারিয়েছে আফগানরা। তবে লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাচে খেলতে পারেননি রশিদ।

নয়াদিল্লি: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) হতেই চোট আতঙ্ক আফগান শিবিরে। মেগা টুর্নামেন্ট মিটতেই হাসপাতালে আফগান তারকা রশিদ খান। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে রশিদের শারীরিক অসুস্থতার খবর নিশ্চিত করা হয়েছে। অসুস্থতার কারণে আসন্ন বিগ ব্যাশ লিগে পাওয়া যাবে না আফগান তারকাকে। এখন কেমন আছেন রশিদ? সেরে উঠতে কত সময় লাগবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য় শেষ হওয়া বিশ্বকাপে সকলের নজর কেড়েছে আফগানিস্তান। একের পর এক অঘটন ঘটিয়ে নতুন আফগান কাব্য লিখেছে হসমতউল্লাহ শাহিদীর দল। আফগানদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারকা স্পিনার রশিদ খান। পিঠে চোট নিয়েই দেশের হয়ে লড়েছেন। প্রসঙ্গ, তেইশের বিশ্বকাপে নয় ম্য়াচে চারটিতে সাফল্য পেয়েছে আফগানিস্তান। তিনটি বিশ্বচ্যাম্পিয়ন দলের পাশাপাশি নেদারল্যান্ডসকেও হারিয়েছে আফগানরা। তবে লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাচে খেলতে পারেননি রশিদ। শেষে শরীর সঙ্গ দেয়নি আর। এ বার বিশ্বকাপ শেষ হতেই তাই চিকিৎসকের পরামর্শ মতো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পিঠে অস্ত্রোপচার হয়েছে তাঁর।
Thank you everyone for your well wishes 🙏
The surgery went well, now on the road to recovery 💪 Can’t wait to be back on the field 💙 pic.twitter.com/zxLYKFaoYE
— Rashid Khan (@rashidkhan_19) November 23, 2023
এখন কেমন আছেন তিনি? আপডেট দিয়েছেন নিজেই। হাসপাতালের বিছানায় শুয় ‘থাম্বস আপ’ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সুস্থ রয়েছেন। ক্যাপশনে লেখেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। সব ভালোভাবেই মিটেছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।’ আসন্ন ১৩ তম বিগ ব্যাশের ক্ষেত্রে দ্বিতীয় বড় ধাক্কা। কিছুদিন আগে ইংলিশ তারকা হ্যারি ব্রুক থেকে নাম বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করেছেন। আর এবার রশিদ অস্ত্রোপচারের কারণে নাম প্রত্যাহার করলেন।
