AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaibhav Suryavanshi: সেঞ্চুরির পর কাকে প্রথম ফোন ‘সংস্কারী’ বৈভব সূর্যবংশীর?

RR, IPL 2025: আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরির পর বৈভবের কাছে জানতে চাওয়া হয় যে, তিনি প্রথম ফোন কাকে করতে চান? রাজস্থানের শেয়ার করা ভিডিয়ো অনুযায়ী, সেখানেই তাঁর সংস্কার ফুটে উঠেছে।

Vaibhav Suryavanshi: সেঞ্চুরির পর কাকে প্রথম ফোন 'সংস্কারী' বৈভব সূর্যবংশীর?
Harshit Rana on Gautam Gambhir: নাইট শিবিরে গৌতম গম্ভীরের এনার্জি মিসিং? খোলসা করলেন হর্ষিত রানাImage Credit: PTI
| Updated on: Apr 29, 2025 | 6:50 PM
Share

কলকাতা: পিঙ্ক জার্সিতে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) প্রথম আইপিএল (IPL) সেঞ্চুরির এখনও ২৪ ঘণ্টা কাটেনি। তাঁকে নিয়ে চর্চা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বছর ১৪-র বৈভব মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন। দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে বৈভবের নাম। পরিশ্রমের ফল পেয়েছেন। যে কারণে সেঞ্চুরির পর আবেগে ভাসতে দেখা গিয়েছে বৈভবকে। কখনও মা-বাবার আত্মত্যাগের কথা তাঁর মুখে উঠে এসেছে। কখনও আবার দলের হয়ে কিছু করতে চাওয়ার আকাঙ্খা তাঁর গলায় ফুটে উঠেছে। আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরির পর বৈভবের কাছে জানতে চাওয়া হয় যে, তিনি প্রথম ফোন কাকে করতে চান? রাজস্থানের শেয়ার করা ভিডিয়ো অনুযায়ী, সেখানেই তাঁর সংস্কার ফুটে উঠেছে।

রাজস্থান রয়্যালসের এক্স হ্যান্ডেলে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বৈভবকে প্রশ্ন করা হয়, ‘এখনও তো তুমি কাউকে ফোন করোনি। তা হলে প্রথম ফোন কাকে করবে?’ একগাল হাসি মুখে বৈভব বলেন, ‘প্রথম ফোন তো বাবাকেই করব।’ এরপর ফোন করেই বৈভব প্রথমে বলেন, ‘পাপা প্রণাম। রোমি স্যার এখানে রয়েছেন।’ এরপর রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্ডার বলেন, ‘ভাইয়া কেমন লাগছে?’ এ কথা শুনে রোমি বলেন, ‘স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে আমরা স্বপ্ন দেখছি।’ এরপর রোমি বলেন, ‘হ্যাঁ আপনার সব স্বপ্ন পূরণ হোক।’ এরপর সঞ্জীব সূর্যবংশী (বৈভবের বাবা) বলেন, ‘আপনি ৩-৪ মাস আগে থেকে ওকে যেভাবে তৈরি করেছেন তা নিয়ে আর কী বলি।’ এরপর রোমি বলেন, ‘আপনি অনেক দিন ধরে ওর জন্য পরিশ্রম করেছেন। আমরা সকলে একসঙ্গে থাকি। আপনাকে আগেই বলেছিলাম আমরা একসঙ্গে রয়েছি।’

এরপর বৈভবের মা খুশি কিনা, তাও জানতে চান রোমি। পরিবারের সকলে খুশি। এবং একের পর এক ফোন আসছে তাঁদের কাছে এমনটাই জানান বৈভবের বাবা। শেষে বৈভব তাঁর বাবাকে ফের বলেন, ‘পাপা প্রণাম, রুমে ফিরে ফোন করব।’ রাজস্থানের শেয়ার করা এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘সংস্কার।’ নেটিজ়েনরা ওই ভিডিয়োটিতে প্রচুর কমেন্ট করেছেন।