
কলকাতা: একে দলের হাল বেহাল। তার উপর বারবার একই প্রশ্ন। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) যত না তাঁর দলের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তার থেকে অনেক বেশি আগ্রহ তাঁর অবসর নিয়ে। গত কয়েক মরসুমে এই প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে মাহিকে। ৪৩ বছর বয়সী ধোনিকে আইপিএলের (IPL) এই মরসুমে প্রতি ম্যাচের আগে ও পরে জিজ্ঞেস করা হয় একই কথা। ধোনির কাছ থেকে এই প্রশ্নের সঠিক উত্তর মেলে না। এ বারও মিলল না। ইডেনে ফিনিশার ধোনিকে দেখা গেল। ক্রিকেট জীবনের পড়ন্ত বিকেলেও ধোনির এমন গনগনে রোদ অবাক করে দিচ্ছে ক্রিকেট মহলকে।
বুধবার ইডেনে কেকেআর মুখে নেমেছিল চেন্নাই সুপার কিংস। নাইটদের হারিয়ে ৪ ম্যাচ পর জয়ে ফিরল ধোনিরা। ঘরের মাঠে হারের পরে প্লে-অফের দৌড় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে রাহানের দল। দলকে জেতানোর পর মাহি উচ্ছ্বসিত নন। বরং আগের মতোই উত্তাপহীন ছিলেন এমএস। ম্যাচের পরে ধোনি বলেন, তাঁর বয়স ৪৩ বছর। বছরে মাত্র দু’মাস ক্রিকেট খেলেন। সিএসকে ক্যাপ্টেন দাবি করেন, তাঁর শরীর আরও একটি মরসুম খেলার চাপ নিতে পারবে কিনা, তা বোঝার জন্য তাঁকে পরের ৬-৮ মাস অনুশীলন করতে হবে।
ভারতের সব মাঠেই ধোনির সমর্থকদের ছড়াছড়ি। সকল মাঠকেই তিনি নিজের ঘরের মাঠ বানিয়ে নেন। তবে এই দর্শকদের মধ্যেও একটা কৌতূহল চলে এসেছে কবে অবসর নেবেন মাহি? তা নিয়ে। ধোনি বলেছেন, ‘আমি সারা বছর ধরে যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি, ভুলে গেলে চলবে না। আমার বয়স এখন ৪৩। আমি অনেক দিন ধরে খেলেছি। দর্শকরা জানে না, কোনটা আমার শেষ বছর হবে। এটা সত্যি যে আমি বছরে মাত্র ২ মাস খেলি। এই আইপিএল শেষ হয়ে যাবে। তারপর আমাকে পরবর্তী ৬-৮ মাস কাজ করতে হবে। এটা বোঝার জন্য যে, আমার শরীর খেলার ধকল নিতে পারে কিনা। এখনই সিদ্ধান্ত নেওয়ার কিছু হয়নি। তবে আমি সর্বত্র যে ভালোবাসা এবং স্নেহ পাই তার জন্য আমি সত্যি আপ্লুত।’