কলকাতা: অনেক টানবাহানা সত্ত্বেও রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) রাজি করানোর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হিসেবে যোগ দিতে রাজি হয়েছেন। আগামী দিনে আর এক ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও (Sachin Tendulkar) দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটে। এমনই ইঙ্গিত দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এক সাক্ষাত্কারে সৌরভ বলেছেন, ‘সচিন অন্যদের থেকে একটু আলাদা। ও এ সবের সঙ্গে জড়াতে চায় না। তার পরও আমার আশা, একদিন ও কোনও না কোনও ভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে জুড়বে নিজেকে। আর তা যদি হয়, সেটা হবে অত্যন্ত ভালো খবর।’
সচিনকে কোন ভূমিকায় দেখা যেতে পারে? তা অবশ্য নিশ্চিত নন সৌরভ। তবে বলছেন, ‘সচিনকে কোন ভূমিকায় পাওয়া যেতে পারে, তা অবশ্যই ঠিক করতে হবে। সবচেয়ে আগে দেখতে হবে, স্বার্থের সংঙ্ঘাত না থাকে। যাই করা হোক না কেন, স্বার্থের সঙ্ঘাত শব্দটা আজকাল ঠিক উঠে আসে। যার কিছু কিছুর একেবারে অবাস্তব। সেই কারণেই সঠিক রাস্তায় ক্রিকেটের সঙ্গে সেরা প্রতিভাকে জুড়তে হবে। সেটা সচিন নিজেও খুঁজে বের করতে পারে।’
সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাঁর প্রজন্মের ক্রিকেটারদের একে একে নিয়ে আসছেন ক্রিকেটের মূলস্রোতে। রাহুল দ্রাবিড়কে ভারতের সিনিয়র টিমের কোচ করার পাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব দিয়েছেন ভিভিএস লক্ষ্মণকে। সৌরভ-সচিন-রাহুল-লক্ষ্মণকে একযোগে দু’দশক আগে ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফোর বলা হত। সেই বন্ধনীতে থেকে একমাত্র সচিনই ভারতীয় ক্রিকেটের মূলস্রোতের বাইরে রয়েছেন। সৌরভ তাঁকে যে চাইবেন, তাতে আর আশ্চর্য কী! শুধু তাই নয়, সচিনের মতো প্রাক্তনের জুড়ে যাওয়া মানে ক্রিকেটের অনেক লাভ। তাঁর অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করতে পারবেন ক্রিকেটকে।
আরও পড়ুন: IPL 2022: ফ্লাওয়ার-রাহুল জুটিকে দেখা যাবে লখনও টিমে?
আরও পড়ুন: Indian Cricket: ফিট হতে এনসিএ-তে রিহ্যাব শুরু রোহিত, জাডেজার
আরও পড়ুন: ৩০ গজের সার্কেল ছোট হলে রোমাঞ্চ বাড়বে আইপিএলে: ললিত মোদী