Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Riyan Parag: ধোনির চেন্নাইকে হারিয়েও চাপে পিঙ্ক আর্মি, বড়সড় শাস্তি রিয়ান পরাগের

RR, IPL 2025: এ বারের আইপিএলে পরপর ২টো ম্যাচ হেরেছিল রাজস্থান রয়্যালস। তারপর বর্ষাপাড়ায় শেষ রবি-রাতে চেন্নাইকে হারিয়ে পয়েন্টের খাতা খুলেছে পিঙ্ক আর্মি।

Riyan Parag: ধোনির চেন্নাইকে হারিয়েও চাপে পিঙ্ক আর্মি, বড়সড় শাস্তি রিয়ান পরাগের
ধোনির চেন্নাইকে হারিয়েও চাপে পিঙ্ক আর্মি, বড়সড় শাস্তি রিয়ান পরাগেরImage Credit source: IPL Website
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 11:51 AM

কলকাতা: পিঙ্ক আর্মি জয়ের সারণিতে ফিরেছে। এ বারের আইপিএলের শুরুতেই জোড়া ম্যাচ হারে রাজস্থান রয়্যালস। যার ফলে খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন সঞ্জু স্যামসনরা। বর্ষাপাড়ায় রবি-রাতে আইপিএলের (IPL) ম্যাচে ধোনির চেন্নাইকে হারিয়ে ২ পয়েন্ট তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। যেখানে মরসুমের প্রথম পয়েন্ট ঝুলিতে পেয়ে খুশি হওয়ার কথা রাজস্থানের, তার জায়গায় টিম চাপে। কারণ টিমের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রিয়ান পরাগের (Riyan Parag) বড়সড় শাস্তি হয়েছে। কী শাস্তি পেলেন তরুণ তুর্কি?

আসলে, স্লো ওভার রেটের জন্য শাস্তি হয়েছে রিয়ান পরাগের। আইপিএলের কোড অব কনডাক্টের ২.২২ নম্বর ধারায় দোষী প্রমাণিত হয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পিঙ্ক আর্মির হয়ে নেতৃত্ব দেওয়া রিয়ান পরাগকে এ বার ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এ মরসুমে এই প্রথম বার রাজস্থানের জরিমানা হল।

১৮তম আইপিএলে রিয়ান প্রথম ক্যাপ্টেন নন, যিনি স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলেন। তাঁর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই মরসুমে নিজে যে ম্যাচে প্রথম খেললেন, অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে একই কারণে শাস্তি পেয়েছেন। যার ফলে হার্দিককে ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, এ মরসুমে রাজস্থানের প্রথম জয় নিয়ে বলতে গেলে, টস জিতে সঞ্জুদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান ঋতুরাজ। ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রাজস্থান। ৩৬ বলে ৮১ রানের ইনিংস উপহার দেন নীতীশ রানা। ২টি করে উইকেট নেন খলিল আহমেদ, নুর আহমেদ, মাতিশা পাথিরানা। এবং ১টি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার। এরপর রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রানে থামে সিএসকে। রাজস্থানের জয় ৬ রানে। ক্যাপ্টেন ঋতুরাজ ৬৩ রানের ইনিংস উপহার দেন। ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।