Shubman Gill: সেরা ব্যাটার হিসেবে… সফর শুরুর আগের দিন লক্ষ্য জানিয়ে দিলেন শুভমন

India Tour of England: শুভমন গিল (Shubman Gill) বুক চিতিয়েই লড়ার কথা ঘোষণা করে দিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মা যতই না থাকুন, আগ্রাসন তাঁরও থাকবে।

Shubman Gill: সেরা ব্যাটার হিসেবে... সফর শুরুর আগের দিন লক্ষ্য জানিয়ে দিলেন শুভমন
Shubman Gill: সেরা ব্যাটার হিসেবে... সফর শুরুর আগের দিন লক্ষ্য জানিয়ে দিলেন শুভমনImage Credit source: Gareth Copley/Getty Images

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 19, 2025 | 7:50 PM

কলকাতা: টুকরো টুকরো অনুভূতি ভেসে এল। কখনও তিনি সিরিয়াস ক্যাপ্টেন। একাদশ নিয়ে খোলাখুলি কথা বলতে রাজি নন। কখনও তিনি ছোটভাই। মুখ খুলছেন বিরাট কোহলি, রোহিত শর্মা প্রসঙ্গে। কখনও আবার স্বপ্নবিলাসী। ভারতের নতুন পথ খোঁজার জন্য মরিয়া। আজ হেডিংলের মাঠে ভারতের জন্য অপেক্ষা করে রয়েছে ঘন সবুজ ঘাসের বাইশ গজ। আর মাঠের বাইরে কুখ্যাত ইংলিশ মিডিয়া। তবু শুভমন গিল (Shubman Gill) বুক চিতিয়েই লড়ার কথা ঘোষণা করে দিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মা যতই না থাকুন, আগ্রাসন তাঁরও থাকবে। থাকবে বেন স্টোকসের টিম ভাঙার ছকও।

প্রথম টেস্টে নামার আগের দিন কী বলছেন শুভমন গিল?

ক্যাপ্টেন্সি নিয়ে – সবচেয়ে বড় সম্মান। স্বপ্নপূরণের মতো। দেশের হয়ে ক্যাপ্টেন্সি করা সবচেয়ে বড় সম্মান।

বিরাট-রোহিত প্রসঙ্গে – আইপিএলের সময় বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে দেখা হয়েছিল। ওরা ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করেছে।

বিরাটের জায়গায় ব্যাট – বিরাট ভাইয়ের অবসরের পর আমি আর জিজি ভাই (গৌতম গম্ভীর) আলোচনা করেছিলাম, কোন পজিশনে আমার ব্যাট করা উচিত, তা নিয়ে। আমি চার নম্বরেই ব্যাট করব।

ভারতের একাদশ কী হবে – আমাদের দু’রকম কম্বিনেশন তৈরি। কাল পিচ দেখে আমরা সিদ্ধান্ত নেব একাদশ নিয়ে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ – অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভারত কোন ধারায় খেলাটা তুলে ধরতে চায় তা দেখার জন্য।

নিজের লক্ষ্য – নিজেকে এই সিরিজের সেরা ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই।

ড্রেসিংরুমের পরিবেশ – আমরা ড্রেসিংরুমে একটা নিরাপদ পরিবেশ তৈরি করেছি।