Gautam Gambhir: সরাসরি সূর্যকুমারের নাম নয়, ‘ফিট’ ক্যাপ্টেন চান গৌতম গম্ভীর

Suryakumar Yadav: শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সীমিত ওভারের সিরিজে দুই ক্যাপ্টেন বাছতে চলেছেন। এক দফা আলোচনাও হয়েছে। হার্দিককে টেক্কা দিয়ে ভারতের টি-২০ ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সূর্য নাকি এগিয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে এমনটাও। নেপথ্যে কি গৌতম গম্ভীর?

Gautam Gambhir: সরাসরি সূর্যকুমারের নাম নয়, 'ফিট' ক্যাপ্টেন চান গৌতম গম্ভীর
সরাসরি সূর্যকুমারের নাম নয়, 'ফিট' ক্যাপ্টেন চান গৌতম গম্ভীর
Follow Us:
| Updated on: Jul 18, 2024 | 6:03 PM

কলকাতা: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নাকি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কে বসবেন রোহিত শর্মার ফেলে যাওয়া মসনদে? ভারতীয় ক্রিকেট মহলে এটাই এখন হট টপিক। শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নন, ভারতের নতুন টি-২০ ক্যাপ্টেন হবেন সূর্যকুমার যাদব। ২৭ তারিখ ভারত-শ্রীলঙ্কার সীমিত ওভারের সিরিজ শুরু। এখনও (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) এই সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সীমিত ওভারের সিরিজে দুই ক্যাপ্টেন বাছতে চলেছেন। এক দফা আলোচনাও হয়েছে। হার্দিককে টেক্কা দিয়ে ভারতের টি-২০ ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সূর্য নাকি এগিয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে এমনটাও। নেপথ্যে কি গৌতম গম্ভীর?

ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীর বোর্ডকে জানিয়েছেন, তিনি এমন অধিনায়কের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, যাঁর ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট করতে সমস্যা হবে না। বোর্ডের এক কর্তা হিন্দুস্থান টাইমসকে বলেছেন, ‘গৌতম গম্ভীর সরাসরি সূর্যর পক্ষে কথা বলেননি। তবে স্পষ্ট করেছেন যে তিনি এমন একজন ক্যাপ্টেনের সঙ্গে কাজ করতে চান, যাঁর ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট বাধা হয়ে দাঁড়াবে না। অজিত আগরকর তাঁর দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন।’

ক্রিকেট মহলে বলা হচ্ছে, হার্দিকের ফিটনেস সংক্রান্ত সমস্যা মাঝে মাঝেই দেখা যায়। যে কারণে গম্ভীরের পছন্দের টি-২০ নেতার বিকল্প হিসেবে এগিয়ে স্কাই। হার্দিকের চোট পাওয়ার ঘটনা সকলেরই জানা। ওডিআই বিশ্বকাপের পর গোড়ালিতে চোট পেয়ে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন। এরপর আইপিএলে ফেরেন। কিন্তু তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ভালো পারফর্ম করতে পারেনি। টি-২০ বিশ্বকাপে আবার তিনি ভালো ছন্দে ছিলেন। রোহিতের ডেপুটিও ছিলেন। তা সত্ত্বেও ভারতের টি-২০ ক্যাপ্টেন হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন হার্দিক।

ভারতীয় টিমে বিরাট কোহলি ছাড়া অন্যান্য ক্রিকেটাররা প্রায়ই এনসিএতে যান। যে কারণে গৌতম গম্ভীর এমন ক্যাপ্টেন চাইছেন, যেন ফিটনেস তাঁর ইস্যু না হয়। ভবিষ্যতের কথা ভেবে এই বার্তা দিয়েছেন গম্ভীর। নিজে তাই স্কাইয়ের নাম সরাসরি না বললেও নিজের পছন্দের ক্যাপ্টেনের কথা জানিয়েছেন নির্বাচকদের। ভবিষ্যতের কথা ভেবে শুভমনের নামও ক্যাপ্টেন হওয়ার জন্য ভেসে আসছে। এও শোনা যাচ্ছে যে, ওয়ানডে-তে তাঁকে সহ অধিনায়ক করা হতে পারে।