IND vs AUS Final: হোটেলে জায়গা নেই? বিশ্বকাপ ফাইনাল দেখে রাত কাটাতে পারবেন আমেদাবাদের বেডিং স্টোরে

Ahmedabad: ভারতে বিশ্বকাপ বলে কথা, শুরু থেকেই বাড়তি উন্মাদনা কাজ করছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর সেই উন্মাদনাকে আরও অনেকটা উস্কে দিয়েছে  টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি ভারতের সামনে। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের কাছে। আর এই মুহূর্থের সাক্ষী থাকতে মোতেরারয় হাজির হাজার-হাজার মানুষ। আর মোতেরার ছবিটা ঠিক একরকম। বিশ্বকাপ উদ্বোধনের সময় হোটেল রুমের দাম ছিল আকাশছোঁয়া।

IND vs AUS Final: হোটেলে জায়গা নেই? বিশ্বকাপ ফাইনাল দেখে রাত কাটাতে পারবেন আমেদাবাদের বেডিং স্টোরে
ব্যাটল গ্রাউন্ড মোতেরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 12:21 PM

আমেদাবাদ: আজ গোটে দেশের চোখ কোথায়? বাচ্চা থেকে বুড়ো সকলের একই উত্তর, আমেদাবাদে। আজ বিরাট, রোহিতদের সমর্থনে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঝাঁপিয়ে পড়বে লক্ষাধিক দর্শক। একটাই আশা ভারতের হাতে উঠুক বিশ্বকাপ। ইতিমধ্যেই দূর-দুরান্ত থেকে আমাদাবাদে পৌঁছেছে বহু সমর্থক। টিকিটের কালোবাজারি, হোটেলের হাহাকার, সেই চেনা ছবি আমেদাবাদে।আর এই অসময়ে দর্শকদের জন্য দুয়ার খুলে দিয়েছে আমেদাবাদের এক বেডিং স্টোর। আকাশ ছোঁয়া হোটেলের ভাড়া যদি দিতে না পারেন, তবে এই দোকানে মাথা গোঁজার ঠাঁই পাবেন। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ ফাইনালের সরাসরি আপডেট পেতে চান? তবে অবশ্যই ক্লিক করুন

ভারতে বিশ্বকাপ বলে কথা, শুরু থেকেই বাড়তি উন্মাদনা কাজ করছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর সেই উন্মাদনাকে আরও অনেকটা উস্কে দিয়েছে  টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি ভারতের সামনে। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ। আর এই মুহূর্তের সাক্ষী থাকতে আমেদাবাদে হাজির হাজার-হাজার মানুষ। আর মোতেরার ছবিটা ঠিক একরকম। বিশ্বকাপ উদ্বোধনের সময় হোটেল রুমের দাম ছিল আকাশছোঁয়া। এ বারও তাই। তবে এ বার দর্শকদের সাহায্যে এগিয়ে এসেছে আমেদাবাদের এক বেডিং স্টোর। গান্ধীনগরের ওয়েক ফিট নামে এক দোকানের তরফে জানানো হয়েছে, দোকানে এসে ম্যাচের টিকিট দেখালেই সেখানে রাত কাটানোর সুযোগ রয়েছে। এই  অভিনব উদ্যোগ হাসি ফুটিয়েছে সমর্থকদের মুখে। আসলে ক্রিকেটতো বন্ধুত্ব শেখায়, মজবুত করে ভ্রাতৃত্বের বন্ধন। আর অসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানবিকতার পরিচয় দিয়েছে এই দোকানের মালিক। 

ক্রিকেট উন্মাদনা ভারতে বরাবর। আর এ বার ভারতে বিশ্বকাপ, বাড়তি উত্তেজনা রয়েছে। ক্রিকেটপ্রেমের বশে বিশ্বকাপ উদ্বোধনে আমেদাবাদের হাসপাতালে ভিড় জমিয়েছিল দর্শকরা। রাতটা কোনও ভাবে সেখানে কাটিয়ে সকালে গ্যালারি মাতানোর পরিকল্পনা ছিল। তবে সে বিষয়ে নড়েচড়ে বসেছিল আমেদাবাদের হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল শুধু রোগীদের জন্য, সাফ জানিয়ে দেওয়া হয়।