IND vs ENG: বিতর্ক পাশ কাটিয়ে অক্ষর, ‘নতুন করে কিছু প্রমাণ করার নেই’!
Eden Gardens: পরের বিশ্বকাপ দেশের মাঠে। এখন থেকেই সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু দিচ্ছে গৌতম গম্ভীরের দল। ভারতীয় দলে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নতুন ডেপুটি হয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বিতর্ক পাশ কাটিয়ে লক্ষ্য জানিয়ে গেলেন অক্ষর।
অভিষেক সেনগুপ্ত
খোলনলচে বদলে যাচ্ছে ধীরে ধীরে। পুরনো মুখের জায়গা নিচ্ছেন নতুনরা। পরিবর্তনের এই ঢল কীভাবে দেখছেন? গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। পরের বিশ্বকাপ দেশের মাঠে। এখন থেকেই সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু দিচ্ছে গৌতম গম্ভীরের দল। ভারতীয় দলে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নতুন ডেপুটি হয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বিতর্ক পাশ কাটিয়ে লক্ষ্য জানিয়ে গেলেন অক্ষর। আজ, ২০ জানুয়ারি। অক্ষরের জন্মদিন। এমন দিন দলের সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন অক্ষর।
ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব
এই খবরটিও পড়ুন
সবে টিমের সঙ্গে একদিন প্র্যাক্টিস করেছি। লিডারশিপ গ্রুপে এসেছি, এটা ঘটনা। লিডারশিপ গ্রুপে এলে অনেক ছোট ছোট বিষয় নিয়ে ভাবনা, চিন্তা করতে হয়, আলোচনা করতে হয়। কোন পরিস্থিতিতে কেমন খেলবে টিম, কী ভাবছি আমরা। সূর্যর সঙ্গে সে সব বিষয় নিয়ে কথা হয়েছে।
টার্গেট কী
যত বেশি ম্যাচ খেলব টিম হিসেবে, ততই নিজেদের তুলে পারব। টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পর। সে দিকে তাকিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাতে হবে। আগের বিশ্বকাপ জয়টা মাথায় থাকবে। তবে ওটা নিয়ে বসে থাকলে হবে না। আমাদের সামনে তাকাতে হবে।
সাপোর্ট স্টাফদের নিয়ে বিতর্ক
৩ মাস টিমে ছিলাম না। অস্ট্রেলিয়ায় টিমের সঙ্গে ছিলাম না। তখন কী হয়েছে বলতে পারব না। কিন্তু এখন টিমে ফিরে দেখছি, একই কোচিং স্টাফ। তাঁরা প্রয়োজন পড়লে সব সময় পাশে থাকেন। আগে যে ভূমিকায় দেখা যেত, এখনও তাই দেখা যাচ্ছে। আমরা একে অপরকে রেসপেক্ট করি।
ব্যাটিং অর্ডার
টিমের ওপেনারদের জায়গা ফিক্সড। কিন্তু ৩ থেকে ৭ পর্যন্ত ব্যাটারদের পরিস্থিতি অনুযায়ী যে কোনও সময় পাঠানো হবে। গতবছরই এটা বলে দেওয়া হয়েছিল। এখনও সেই ভাবনা নিয়েই এগোচ্ছে টিম।
সামির প্রত্যাবর্তন
সামি ভাইয়ের ফিরে আসা টিমের পক্ষে খুব পজেটিভ। নতুন বলে কেমন বল করে, ডেথ ওভারে কেমন পারফর্ম করে, আমরা সবাই জানি। চোট সারিয়ে ফিরে আসার পর্বটাতে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। যেখানে শেষ করেছিল, সেখান থেকেই শুরু করুক সামি ভাই, এটাই এক্সাই আমরা।
পরিবর্তন
আমি তিনটি ফর্ম্যাট খেলেছি। নিজেকে সব ক্ষেত্রেই প্রমাণ করেছি। এখন আর নিজের উপর চাপ রাখি না। টিমকে কীভাবে হেল্প করতে পারি, সে দিকেই ফোকাস করি। কী পাওয়া উচিত ছিল, কী পাইনি, এ সব মাথায় রাখি না। যে রোল দেওয়া হবে, তাতে ফোকাস করি। সেটা করলে টিমের কাজে লাগতে পারব আরও বেশি করে।