কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) রোহিত শর্মার আসনে যখন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বসলেন, সেই সময় থেকেই যেন রে রে করে উঠেছিলেন মুম্বইয়ের অনুরাগীরা। যে ক্যাপ্টেন দলকে ৫টা আইপিএল ট্রফি জিতিয়েছেন, তাঁকে কী ভাবে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল? কোনও মতেই মেনে নিতে পারেননি এমআইয়ের ভক্তরা। যে কারণে মুম্বই গত বছর ভালো পারফর্ম করতে না পারার জন্য বেশির ভাগ দায়টাই হার্দিকের উপর দিয়েছিলেন ফ্যানরা। গত বছরের আইপিএলের সময় কখনও কখনও হার্দিককে প্রবল কটুকথাও শুনতে হয়েছিল। তারপর তাঁর জীবন বদলে যায়। ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এরপর হার্দিকের ভাগ্য ফেরে। যত গঞ্জনা শুনেছিলেন আইপিএলের (IPL) সময়, ততটাই ভালোবাসা ফিরে পান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর। নতুন মরসুম শুরু হওয়ার আগে যে কারণে হার্দিকের সামনে গত বছরের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিতে বলা হয়েছিল। এই প্রসঙ্গে কী বললেন হার্দিক?
আইপিএলের গত মরসুমের তিক্ত স্মৃতি থাকলেও, তা থেকে শিক্ষা নিয়েছেন হার্দিক পান্ডিয়া। এই প্রসঙ্গে দেশের তারকা অলরাউন্ডার বলেন, “গত মরসুমটা কঠিন ছিল। পাশাপাশি বিনোদনমূলকও ছিল। আমি বরাবর নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেছি। বরাবর নিজেকে মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার ভাবি। যদি আমি নিজের অলরাউন্ড ক্ষমতাকে কাজে লাগাতে পারি, তা হলে দলের ভালো হবে।”
এ বারের আইপিএল শুরু হওয়ার আগে ফ্যানদের জন্য একটা কথাই বলতে চেয়েছেন মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক। তাঁর কথায়, “আমি যখন ব্যাটিং করতে যাব, আমার জন্য গলা ফাটাবে, যখন আমি ছয় মারব, সেই সময় আমার হয়ে গলা ফাটাবে। যে সময় টস করতে নামব, সেই সময় সকলে চিয়ার করবে। আমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমাদের দলের রং ছাড়া আলাদা রং দেখতে চাই না। ফ্যানদের কাছে এটাই আমার উইশ।”