MS Dhoni: অ্যানিম্যাল লুকে নেট দুনিয়ায় আলোড়ন! ধোনির বিজ্ঞাপন মুহূর্তে ভাইরাল
Watch Video: বিজ্ঞাপন জগতে মহেন্দ্র সিং ধোনির বিরাট দাপট রয়েছে। আইপিএল শুরু হওয়ার আগে প্রতি মরসুমই তাঁর নানা বিজ্ঞাপন ভাইরাল হয়। এ বার তাঁর নতুন বিজ্ঞাপনও সাড়া ফেলে দিল।

কলকাতা: বছরের একটা মাত্র সময়ে ২২ গজে অ্যাকশনে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। আর সেই সময় চলে এসেছে। আইপিএলের (IPL) মঞ্চেই কেবল এখন ক্রিকেট খেলেন ধোনি। তাই বছর ভর তাঁর অনুরাগীরা অপেক্ষায় থাকেন যে, কবে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন ধোনি। ফলে তিনি কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কখন নতুন হেয়ারস্টাইল করছেন, সব নিয়েই তাঁর অনুরাগীদের মধ্যে রয়েছে কৌতুহল। তাঁর নতুন হেয়ারস্টাইল দেখা গেলে হয় জোর চর্চা। সোনালি লম্বা চুল, ধোনির পুরনো দিনের কথা অনেককে মনে করিয়ে দিয়েছে। এখন অবশ্য তাঁর চুল আগের মতো সোনালি ও লম্বা নেই। তবে এ বার এক অন্য লুকে দেখা গিয়েছে ধোনিকে। যার সঙ্গে অনেকে মিল পেয়েছেন বলিউড তারকা রণবীর কাপূর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমার লুকের।
সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ইমোটোরড কোম্পানির ইলেকট্রিক সাইকেলের বিজ্ঞাপনে অভিনয় করছেন ধোনি। সেখানে মাহির লুক বলিউড সিনেমা ‘অ্যানিম্যাল’-এ মুখ্য চরিত্রে থাকা রণবীর কাপূরের মতো।
এই খবরটিও পড়ুন




বিজ্ঞাপন জগতে ধোনির বিরাট দাপট রয়েছে। আইপিএল শুরু হওয়ার আগে প্রতি মরসুমই তাঁর নানা বিজ্ঞাপন ভাইরাল হয়। এ বার তাঁর নতুন বিজ্ঞাপনও সাড়া ফেলে দিল। সিনেমা ‘অ্যানিম্যাল’-এর মতো এই বিজ্ঞাপনে ধোনির সঙ্গে পরিচালক হিসেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে দেখা গিয়েছে। কাঁধ অবধি লম্বা চুলের মাহিকে ই-সাইকেল চালাতে দেখা যায় ওই ভিডিয়োতে। এবং তাঁকে প্রশ্ন করতে দেখা যায় বড় চুল নিয়ে। এরপর পরিচালক সন্দীপ রেড্ডি জানান, শেষে আছে বড় টুইস্ট। ভিডিয়োটির শেষে দেখা যায় মাহির চুল ছোট করে কাটা। তবে হঠাৎ করেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। তা হলে কি সত্যিই আসছে আরও বড় কোনও টুইস্ট। উত্তর মিলবে হয়তো সঠিক সময়ে।
My favourite animal is when DHONI remembers who he is 🔥 pic.twitter.com/Jgr3MDO28f
— EMotorad (@e_motorad) March 18, 2025





