KKR, IPL 2023: রাসেল যুগ শেষ, নাইটদের এক্স ফ্যাক্টর এখন আলিগড়ের রিঙ্কু

IPL 2023: এ বারের আইপিএলে নাইটদের প্রাপ্তির থেকে না পাওয়ার ঝুলিই বেশি ভরেছে। পুরো মরসুম জুড়ে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও বেশ চাপে ফেলেছিল নাইটদের। এই সবের মাঝে কেকেআরের সেরা প্রাপ্তি রিঙ্কু সিং (Rinku Singh)।

KKR, IPL 2023: রাসেল যুগ শেষ, নাইটদের এক্স ফ্যাক্টর এখন আলিগড়ের রিঙ্কু
রাসেল যুগ শেষ, নাইটদের এক্স ফ্যাক্টর এখন আলিগড়ের রিঙ্কুImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 6:10 PM

কলকাতা: আইপিএলের চলতি মরসুমের সম্ভবত আজই শেষ ম্যাচে খেলবে কেকেআর। ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সম্ভবত শেষ ম্যাচ বলার কারণ একটাই। আসলে এ বারের আইপিএলে (IPL 2023) কেকেআরের প্লে অফে ওঠা কার্যত অসম্ভব। পয়েন্ট টেবলে কেকেআরের যা পরিস্থিতি, তাতে কোনও মিরাকেল ছাড়া রানার দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই। এমনিতে আজ, শনিবার গ্রুপ পর্বে কেকেআরের সত্যিই শেষ ম্যাচ। এ বারের আইপিএলে নাইটদের প্রাপ্তির থেকে না পাওয়ার ঝুলিই বেশি ভরেছে। মরসুম শুরু হওয়ার আগেই শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়া বড় ধাক্কা ছিল কেকেআরের কাছে। পুরো মরসুম জুড়ে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও বেশ চাপে ফেলেছিল নাইটদের। এই সবের মাঝে কেকেআরের সেরা প্রাপ্তি রিঙ্কু সিং (Rinku Singh)। প্রতি আইপিএলেই কোনও না কোনও দল পেয়ে যায় তাদের নয়া তারকা। যার উপর টিম ম্যানেজমেন্ট সব ম্যাচে ভরসা রাখে। কেকেআরে এ বার তেমন ক্রিকেটার হলেন রিঙ্কু। রবি শাস্ত্রী, হরভজন সিংয়ের (Harbhajan Singh) মতো একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যেই রিঙ্কুকে জাতীয় দলে নেওয়ার দাবি তুলেছেন। এ বার ভাজ্জির দাবি, কেকেআরে ফুরিয়েছে রাসেল যুগ। এখন কলকাতায় রিঙ্কু রাজ শুরু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি আইপিএলে দুরন্ত পারফর্ম করে রিঙ্কু সকলের নজর কেড়ে নিয়েছেন। আলিগড়ের রিঙ্কুর সেই গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কার স্মৃতি এখনও টাটকা। রিঙ্কুকে নিয়ে ক্রিকেটমহলে যে বেশ ভালো আলোচনা চলছে তা নিঃসন্দেহে বলাই যায়। সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং বলেন, ‘কেকেআরের এক্স ফ্যাক্টর আর রাসেল নন। এখন রিঙ্কুই নাইটদের এক্স ফ্যাক্টর। রাসেল যুগ শেষ। কেকেআরে এখন রিঙ্কুর সময়। রিঙ্কুকে যদি ব্যাটিং অর্ডারে আগে পাঠানো হয়, তা হলে ও এই দায়িত্বের মান রাখবে। ও দারুণ ক্রিকেটার এবং আমরা ওকে শীঘ্রই ভারতীয় দলের হয়ে খেলতে দেখব।’

চলতি আইপিএলে ১৩টি ম্যাচে ৪০৭ রান করেছেন রিঙ্কু। যার মধ্যে রিঙ্কু ৩টি হাফসেঞ্চুরি করেছেন। শুধু ব্যাট হাতে নয়। ফিল্ডিংয়েও রিঙ্কু সকলের নজর কেড়েছেন। এ বারের আইপিএলে তিনি চারটি ক্যাচ নিয়েছেন এবং ২টি দারুণ রান আউটও করেছেন। এ বার দেখার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রিঙ্কু কেমন পারফর্ম করেন।