MS Dhoni: ধোনি দিলওয়ালা! হুইলচেয়ারে ভক্তকে দেখেই এগিয়ে গেলেন ক্যাপ্টেন কুল, তারপর…

Watch Video: ১৪ এপ্রিল সিএসকে লখনউকে হারিয়েছিল। এ বার ২০ এপ্রিল ধোনির দল নামবে হার্দিকের মুম্বইয়ের বিরুদ্ধে। তার আগে ক্যাপ্টেন কুলের এক ভিডিয়ো ভাইরাল।

MS Dhoni: ধোনি দিলওয়ালা! হুইলচেয়ারে ভক্তকে দেখেই এগিয়ে গেলেন ক্যাপ্টেন কুল, তারপর...
ধোনি দিলওয়ালা! হুইলচেয়ারে ভক্তকে দেখেই এগিয়ে গেলেন ক্যাপ্টেন কুল, তারপর...Image Credit source: PTI

Apr 17, 2025 | 2:00 PM

ভক্তের ভগবান ধোনি — এ কথা ক্যাপ্টেন কুলের জন্য বলাই যায়। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া খানিক কঠিন। আট থেকে আশি সকলেই একবাক্যে এখনও বলেন, ‘ধোনিকে ভালোবাসি।’ আইপিএলের মঞ্চেই শুধু এখন ধোনিকে ক্রিকেট খেলতে দেখতে পান তাঁর অনুরাগীরা। তাই তাঁর উপস্থিতি অনুভব করার কোনও সুযোগ মিস করতে চান না মাহিপ্রেমীরা। ধোনিও নিরাশ করেন না তাঁর ভক্তদের। নেটদুনিয়ায় দিলওয়ালা ধোনির এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় হুইলচেয়ারে বসে থাকা এক ভক্তকে দেখে এগিয়ে যান ক্যাপ্টেন কুল। তারপর কী হয়েছে?

এক্সে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, এয়ারপোর্টে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি। সেখানে একটি জায়গা থেকে অন্যদিকে যাওয়ার সময় ধোনি দেখতে পান হুইলচেয়ারে বসে থাকা এক ফ্যানকে। ধোনি সঙ্গে সঙ্গে সেই মহিলার পাশে দাঁড়ান। নিরাপত্তারক্ষীরাও দাঁড়িয়ে পড়েন। এরপর ধোনি নিজে সেই মহিলা ভক্তর হাত থেকে ফোন নিজের হাতে নেন। এবং হাসিমুখে সেলফি তুলে ফোন তাঁকে ফেরত দেন।

এই ভিডিয়োর কমেন্ট সেকশনে ধোনির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁর অনুরাগীরা। এ বারের আইপিএলে যেদিনই সিএসকের ম্যাচ থাকছে, মাহির অনুরাগীরা স্টেডিয়ামে তাঁর জন্য গলা ফাটাচ্ছেন। উল্লেখ্য, ১৪ এপ্রিল সিএসকে লখনউকে হারিয়েছিল। টানা ৫টি ম্যাচ হারার পর ঋষভ পন্থের দলকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে ইয়েলোব্রিগেড। এ বার ২০ এপ্রিল ধোনির দল নামবে হার্দিকের মুম্বইয়ের বিরুদ্ধে। এ বারের আইপিএলে মুম্বইকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চেন্নাই। এ বার ফিরতি ম্যাচে দেখার কোন দল কেড়ে নেয় ২ পয়েন্ট।