Virat Kohli: বিরাট কোহলির ‘ট্রিপল সেঞ্চুরি’র ম্যাচের আগে মুগ্ধ শ্রেয়স-সামি-কুলদীপরা, বললেন…
Virat Kohli's 300th ODI: আজ, ২ মার্চ দুবাইতে বিরাট কোহলি কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে নামছেন। তার আগে কী বলছেন তাঁর সতীর্থরা? জেনে নিন বিস্তারিত।

দুবাই: দেশের হয়ে একটা ম্যাচ খেলার জন্য কত ক্রিকেটার সাধ্য সাধনা করেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। টি-২০-র রমরমার জমানায় টেস্টের আগ্রহ অনেকের কমেছে। তারই মাঝে ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। সেখানে কোনও ক্রিকেটার যখন কেরিয়ারের ১০০, বা ২০০ নয়, একেবারে ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে চলেছেন, তাঁকে নিয়ে যে আগ্রহ তুঙ্গে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এই প্রসঙ্গে এখন লাইমলাইটে। কারণ, আজ, ২ মার্চ দুবাইতে তিনি কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে নামছেন। তার আগে কী বলছেন তাঁর সতীর্থরা? জেনে নিন বিস্তারিত।
কোহলির ৩০০তম ওডিআই ম্যাচ প্রসঙ্গে শ্রেয়স আইয়ার বলেন, “বিরাট ভাই ৩০০তম ওডিআই ম্যাচের জন্য অনেক অনেক শুভেচ্ছা। একটা দারুণ প্রাপ্তি। আমি আশা করছি তুমি আরও অনেক অনেক ম্যাচ খেলে আমাদের আরও অনুপ্রাণিত করবে। ব্যক্তিগত ভাবে আমার মনে হয় তুমি অনেক তরুণদের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছো। তোমার সঙ্গে আরও অনেক ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছি।”
বিরাটের ৩০০তম ওডিআই ম্যাচের আগে মহম্মদ সামি বলেন, “বিরাট অনেক অনেক শুভেচ্ছা। কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ খেলবে। এটা দারুণ এবং বিরাট বড় প্রাপ্তি। যে কোনও প্লেয়ারের জন্য এটা খুবই গর্বের। দেশের জন্য তুমি যা করেছো, তা অসাধারণ। আমি এটাই প্রার্থনা করি ফিটনেস ধরে রাখো। ম্যাচে তোমার যে পারফর্ম্যান্স থাকে, সেটাই ধরে রাখো। দেশের হয়ে আরও অনেক ম্যাচ জেতো। তোমার সঙ্গে খেলা আমি উপভোগ করেছি। আরও একসঙ্গে খেলতে চাই। অনেক শুভেচ্ছা।”
কিং কোহলির ওডিআই কেরিয়ারের ৩০০তম ম্যাচের আগে ভারতের তরুণ তুর্কি অর্শদীপ সিং বলেন, “বিরাট ভাই সবচেয়ে প্রথমে বলি, ৩০০তম ওডিআই ম্যাচের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তুমি ভারতীয় ফ্যানদের ৩০০ বার সেলিব্রেট করার সুযোগ দিয়েছো। সকল তরুণদের অনুপ্রাণিত করেছো। বরাবর সেটাই করে চলো। আমাদের উপভোগ করার সুযোগ দিও। আর নিজেও ম্যাচ উপভোগ করো।”
বিরাটের কেরিয়ারের মাইলফলক ম্যাচের আগে কুলদীপ যাদব বলেন, “ভারতের হয়ে ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে চলেছো। তার জন্য বিরাট তোমাকে অনেক শুভকামনা জানাই। একজন তরুণ হিসেবে যখন কেউ ক্রিকেট খেলা শুরু করে, তখন সে ভাবে ভারতের হয়ে একটা যেন ম্যাচ খেলার সুযোগ পায়। আর তুমি সেখানে ভারতের হয়ে ৩০০তম ম্যাচ খেলতে চলেছো। যা থেকে বোঝা যায় তুমি খেলার প্রতি কতটা নিবেদিত প্রাণ। এবং এর থেকে তোমার শৃঙ্খলাও বোঝা যায়। তুমি যে পরিশ্রম করো, তার ছাপ মাঠে দেখা যায়। আমি আশা করি তুমি ভারতের হয়ে আরও অনেক অনেক ম্যাচ খেলো। ম্যাচ জেতানো ইনিংস খেলো। শুভেচ্ছা।”





