কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে ভারতের প্রথম ইনিংসে এক নয়, দু’বার রান আউট হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কী এ কথা শুনে চমকে যাচ্ছেন? চমকে যাওয়ার মতোই ঘটনা ঘটেছে যে ওয়াংখেড়েতে। আসলে রবিচন্দ্রন অশ্বিন আউট হওয়ার পর মাঠে আসেন আকাশ দীপ (Akash Deep)। প্রথমে এক আলাদা ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন। কিন্তু সেই ব্যাট দিয়ে একটি ডেলিভারিও না খেলে তা বদলের ডাক দেন। ভারতীয় টিমের এক ক্রিকেটার আকাশকে অন্য ব্যাট দিয়ে যান। আর সেটি ছিল বিরাট কোহলির।
বাংলাদেশ টেস্ট সিরিজের ঠিক আগে আকাশ দীপকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। আকাশ বাংলাদেশের বিরুদ্ধে ওই ব্যাট দিয়ে একটি ছয়ও মেরেছিলেন। মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য তেমনটা হল না। রানের খাতা খোলার আগে রান আউট হন আকাশ দীপ। যেহেতু তিনি বিরাটের দেওয়া ব্যাট দিয়ে খেলছিলেন, তাই সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে বিরাটই যেন ২ বার রান আউট হলেন। আসলে এই টেস্টে ভারতের প্রথম ইনিংসে কোহলি রান আউট হয়েই মাঠ ছেড়েছিলেন।
আকাশ দীপ যেভাবে রান আউট হলেন —
পরিষ্কার বলতে হলে, ওয়াশিংটন সুন্দরের ভুল কল ছিল। নন স্ট্রাইকার এন্ডে ডিফেন্স প্র্যাক্টিস করছিলেন আকাশ দীপ। সুন্দরকে বোঝানোর চেষ্টা করছিলেন, ভরসা করে তিনি যেন তাঁকে স্ট্রাইক দেন। যে বলে আকাশ রান আউট হলেন, সেখানে দ্বিতীয় রান নেওয়ার জায়গা ছিল না। ডিপ থার্ড ম্যানে ফিল্ডার ছিলেন রাচিন রবীন্দ্র। তিনি বাঁ হাতি। বল পিক আপ করে কিপারের দিকে ছোড়া তাঁর কাছে সহজ কাজ। ৫৯.৪ ওভারে স্ট্রাইক আকশ দীপ পাচ্ছিলেন, কিন্তু সুন্দরের কলে দ্বিতীয় রান নিতে গিয়ে ব্যাক করেন। এবং রান আউট হন। আকাশ দীপের দোষ ছিল না। সুন্দর তাঁর ব্যাটিং ক্ষমতার উপর ভরসা করতে পারেননি। তার খেসারত দিতে হল আকাশ দীপকে।
Akash deep asked for Kohli’s bat
Then he got runout for like him without facing a single delivery pic.twitter.com/vMlQAgQAtC
— Sagar !! (@bandagopikauli) November 2, 2024
Yesterday Virat Kohli got run out.
Today, Akash Deep came with a Kohli bat and got run out. pic.twitter.com/IpYHLoZAkG
— Vishal. (@SPORTYVISHAL) November 2, 2024