Pakistan vs England: ঘরের মাঠেও হার পাকিস্তানের, স্মরণীয় প্রত্যাবর্তন হেলসের

Alex Hales: হিসেব করে বলতে গেলে ১২৯১ দিন পর ইংল্যান্ড জার্সিতে খেললেন হেলস। জাতীয় দলের হয়ে অর্ধশতরান এল ১৫৩৮ দিন পর। ২০১৮'র জুলাইতে ইংল্যান্ডের হয়ে শেষ বার আন্তর্জাতিক টি ২০ তে অর্ধশতরান করেছিলেন হেলস।

Pakistan vs England: ঘরের মাঠেও হার পাকিস্তানের, স্মরণীয় প্রত্যাবর্তন হেলসের
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 8:45 AM

করাচি : পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে সকলেই। ইংল্যান্ড (England) দলও এতদিন আতঙ্কে ভুগছিল। এর আগে বহু বার সফরের প্রসঙ্গ উঠলেও ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর বাস্তব হয়েছে অবশেষে। ১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানকে হারিয়ে সফর শুরু ইংল্যান্ডের। করাচিতে প্রথম টি ২০ তে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ইংল্যান্ড। দল যেমন পাকিস্তানে প্রত্যাবর্তন করল, তেমনই জাতীয় দলে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস (Alex Hales)। দীর্ঘ তিন বছর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। হিসেব করে বলতে গেলে ১২৯১ দিন পর ইংল্যান্ড জার্সিতে খেললেন হেলস। জাতীয় দলের হয়ে অর্ধশতরান এল ১৫৩৮ দিন পর। ২০১৮’র জুলাইতে ইংল্যান্ডের হয়ে শেষ বার আন্তর্জাতিক টি ২০ তে অর্ধশতরান করেছিলেন হেলস। তাঁর ইনিংস দলের জয়ে কাজে লাগল। তেমনই অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন ইংল্যান্ডের বাঁ হাতি পেসার লুক উড।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এই সফরে ইংল্যান্ড অধিনায়ক মইন আলি। এশিয়া কাপের ফর্ম ধরে রাখলেন পাকিস্তান ওপেনার মহম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবর আজমের সঙ্গে ৮৫ রানের ওপেনিং জুটি। বাবর অবশ্য ভালো শুরু করেও বড় রান পেলেন না। ২৪ বলে ৩১ রানেই ইতি তাঁর ইনিংস। অনেক দিন পর সুযোগ পেয়ে তরুণ ব্যাটার হায়দার আলিও (১১) ছাপ ফেলতে পারলেন না। আন্তর্জাতিক টি ২০ অভিষেক ম্যাচে শান মাসুদের অবদান ৭ রান। মিডল অর্ডারে ইফতিকার আহমেদের ১৭ বলে ২৮ রানের ক্যামিও ছাড়া উল্লেখযোগ্য রান নেই। স্বপ্নের ফর্মে থাকা মহম্মদ রিজওয়ানের ৪৬ বলে ৬৮ রানের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ করে পাকিস্তান। ইংল্যান্ডের অভিষেককারী বাঁ হাতি পেসার লুক উড ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। লেগ স্পিনার আদিল রশিদ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

রান তাড়ায় ১৯ রানেই ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। ফিল সল্ট ফেরেন ১০ রান করে। একদিক আগলে রেখে অ্যালেক্স হেলসের অর্ধশতরান (৫৩)। শেষ দিকে ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুক ২৫ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ইংল্যান্ডের। পাকিস্তান বোলারদের মধ্যে লেগ স্পিনার উসমান কাদির ২ উইকেট নেন। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক মইন আলি বলেন, ‘অনবদ্য পারফরম্যান্স। দাপটের সঙ্গেই জিতলাম। বাড়তি কৃতিত্ব দিতে হবে বোলারদের। ওরাই আমাদের জয়ের মঞ্চ গড়ে দিয়েছে। ১০ ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার ফলেই পাকিস্তানকে কম রানে আটকে রাখা সম্ভব হয়েছে। লুক উড ও আদিল রশিদ অনবদ্য বোলিং করেছে।’