Yuzvendra Chahal: চাহালের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জনের মাঝে ‘কিংস ব্যাটেল’-এ হাজির মেহবেশ

PBKS vs CSK, IPL 2025: হারের ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়েছে পঞ্জাব কিংস। ঘরের মাঠে গত ম্যাচে হেরেছিলেন শ্রেয়সরা। এ বার দুই কিংসের লড়াইয়ে জিতল পঞ্জাব।

Yuzvendra Chahal: চাহালের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জনের মাঝে কিংস ব্যাটেল-এ হাজির মেহবেশ
চাহালের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জনের মাঝে 'কিংস ব্যাটেল'-এ হাজির মেহবেশ

Apr 09, 2025 | 11:34 AM

কলকাতা: গত কয়েকদিন ধরে লাইমলাইটে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আলোচনা চলছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। আরজে মেহবেশের (RJ Mahvash) সঙ্গে চাহাল নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনটাই বলাবলি করছেন অনেকে। তাঁরা ডেটিং করছেন কিনা, প্রকাশ করেননি। তবে তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চাহাল ও মেহবেশকে পাশাপাশি বসে খেলা দেখার ছবি ভাইরাল হয়েছিল। একসঙ্গে তাঁদের ডিনার করার ছবিও নেটমাধ্যমে ঘুরেছে। এ বার মেহবেশকে দেখা গেল আইপিএলের মঞ্চে।

মুল্লানপুরে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে গিয়েছিলেন আরজে মেহবেশ। পঞ্জাবের পতাকা হাতে তাঁকে দেখা গিয়েছে। ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন মেহবেশ। যেখানে তাঁকে একটি সাদা শার্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। সেই ভিডিয়োতে তাঁকে পঞ্জাব কিংসের পতাকা ওড়াতেও দেখা যায়।

পঞ্জাব ম্যাচ দেখতে যাওয়া সুন্দরী মেহবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে কোনও সময় মেহবেশকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। কখনও আবার ক্যামেরায় ধরা পড়েছে তাঁর মিষ্টি হাসি। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে মেহবেশ যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেটির ক্যাপশনে লেখেন, “পঞ্জাব এগিয়ে যাও! তুমি জেতো আর হারো, তোমরা তারকা। এগিয়ে যাও টিম।”

উল্লেখ্য, আইপিএলে মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে জিতেছে পঞ্জাব কিংস।