
কলকাতা: ভারতের টেস্ট টিম থেকে সদ্য অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। সকলকে চমকে দিয়ে এই দুই তারকা ব্যাটার হঠাৎ অবসর নিয়েছেন। তাঁদের ভক্ত থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট প্রেমীরাও এই সিদ্ধান্তে চমকে গিয়েছেন। এই দুই তারকা যে শূন্যস্থান তৈরি করে দিয়ে গেলেন, তা পূরণের জন্য একাধিক নাম উঠে আসছে। ভারতীয় নির্বাচকদের মাথায় আসছে অনেকের নামও। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন কিংবদন্তি বিরাটের শূন্যস্থান কে পূরণ করতে পারেন, তাঁর নাম বলেছেন।
ভারতীয় টেস্ট টিমে বিগত ১৪ বছর ধরে বিরাটের যা পারফরম্যান্স, সেই শূন্যস্থান পূরণ করা বেশ কঠিন। তবে কালের নিয়ম অনুসারে একদিন না একদিন থামতেই হত। তবে এখন তাঁর বদলি কে হবেন? সেখানে একাধিক নাম উঠে আসছে। এ বার ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে খুঁজে দিলেন বিরাটের যোগ্য উত্তরসূরি।
দীর্ঘদিন ধরে ভারতীয় টিমে চার নম্বরে ব্যাটিং করে এসেছেন বিরাট কোহলি। কিংবদন্তি ভারতীয় স্পিনার অনিল কুম্বলে এ বার বিরাট কোহলির চার নম্বর জায়গায় আদর্শ বদলি হিসেবে করুণ নায়ারের নাম উল্লেখ করেছেন। ঘরোয়া মরসুমে তাঁর সাফল্যের কথা মাথায় রেখে কুম্বলে এই চার নম্বর জায়গার জন্য করুণ নায়ারকে বেছে নিয়েছেন। তিনি আরও জানান যে, নায়ারের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে। করুণ কাউন্টি ক্রিকেটে নর্থাম্পটনশায়ারের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। সেটা এ বার কাজে লাগবে মনে করছেন জাম্বো।
অনিল কুম্বলে এক সাক্ষাৎকারে বলেছেন, “করুণ যেভাবে ঘরোয়া ক্রিকেটে খেলেছে, তার ফলে ও ভারতীয় দলে ফিরে আসার যোগ্য দাবিদার। তাই সম্ভবত ভারতীয় টেস্ট টিমে চার নম্বর জায়গার জন্য যোগ্য প্লেয়ার ও-ই হতে পারে বলে আমার মনে হয়। এই জায়গাটায় কিছুটা অভিজ্ঞতারও প্রয়োজন। ইংল্যান্ডে সফরে এমন একজনকে দরকার, যার সেখানে আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। করুণের দীর্ঘদিন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। ও সেখানকার পরিবেশ সম্পর্কে জানে। করুণের ৩০ বছর বয়স হতে পারে, কিন্তু ও এখনও তরুণ। যদি সুযোগ পায়, তা হলে অনেক তরুণদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য আরও আগ্রহ বাড়বে। যদি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করার পরও সুযোগ না পায় কেউ, তা হলে এটা বেশ সমস্যার জায়গা হয়ে দাঁড়ায়।”
ঘরোয়া ক্রিকেটে এ বার দুর্দান্ত খেলেছেন কারণ নায়ার। ২০২৪-২৫ মরসুমে রঞ্জি ট্রফিতে বিদর্ভের ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওই মরসুমে তিনি চতুর্থ সর্বাধিক রান সংগ্রকারী ব্যাটার হয়েছিলেন। তিনি ১৬ ইনিংসে ৫৩.৯৩ গড়ে মোট ৮৬৩ রান করেছিলেন। যার মধ্যে চারটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি ছিল করুণের। তিনি ভারতের জার্সিতে শেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে ধর্মশালায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের পরে তিনি আর কখনও ভারতের জাতীয় দলে জায়গা পাননি। এ বার দেখার নতুন করে তিনি আর ভারতের জার্সিতে খেলার সুযোগ পান কিনা।