Kavya Maran: সানরাইজার্স মালকিন কাব্যা মারানের বিয়ে! ‘পাত্র’ জানালেন সবটা…
IPL, Sunrisers Hyderabad: মরসুমে শুরুটা ভালো না হলেও শেষ দিকে অবশ্য ধারাবাহিক ভালো খেলেছে। সাফল্য হোক বা ব্যর্থতা, স্ট্যান্ডে থেকে দলকে তাতিয়ে গিয়েছেন টিমের কর্ণধার কাব্যা মারান। আপাতত জল্পনা, সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানের বিয়ে নিয়ে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সদ্য সমাপ্ত মরসুম কার্যত হতাশারই কেটেছে সানরাইজার্স হায়দরাবাদের। এ বার আরও শক্তিশালী দল গড়েছিল তারা। ২০২৪ আইপিএলে বিধ্বংসী ক্রিকেটে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক তৈরি করেছিল সানরাইজার্স। ফাইনালে উঠলেও শেষ অবধি কলকাতা নাইট রাইডার্সের কাছে হার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এ মরসুমে শুরুটা ভালো না হলেও শেষ দিকে অবশ্য ধারাবাহিক ভালো খেলেছে। সাফল্য হোক বা ব্যর্থতা, স্ট্যান্ডে থেকে দলকে তাতিয়ে গিয়েছেন টিমের কর্ণধার কাব্যা মারান। আপাতত জল্পনা, সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানের বিয়ে নিয়ে।
জোর জল্পনা, এক নামকরা মিউজিশিয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছেন সানরাইজার্স কর্ণধার কাব্যা মারান। দক্ষিণী সিনেমার নামকরা মিউজিশিয়ান অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে সম্পর্কে রয়েছেন কাব্যা মারান। শীঘ্রই তাঁরা বিবাহ বন্ধনেও আবদ্ধ হচ্ছেন বলেও খবর। এই তথ্য সামনে আসতেই অবশ্য আগ্রহের শেষ নেই। আইপিএল চলাকালীন গ্যালারি আলো করে থাকেন কাব্যা। তাঁর সম্পর্কে কৌতুহলও নানা। তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর আগ্রহ।
বিয়ের এই খবর অবশ্য জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন খোদ ‘পাত্র’ অনিরুদ্ধ রবিচন্দর। তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে, এ বিষয়ে যেমন স্বীকার করেননি, তেমনই মানাও করেননি। কিন্তু বিয়ের জল্পনায় এমন রিপ্লাই দিয়েছেন, যা কিন্তু ধোঁয়াশা পুরোপুরি কাটায় না। অনিরুদ্ধ অবশ্য লিখেছেন-বিয়ে, এরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025





