Arjun Tendulkar: পরীক্ষায় ব্যর্থ, বিজয় হাজারে ট্রফিতে রান পেলেন না ওপেনার অর্জুন তেন্ডুলকার!
Vijay Hazare Trophy: প্রথমবার ওপেন করতে নেমে মুম্বইয়ের বিরুদ্ধে করেছেন ২৪ রান। উওরাখন্ডের বিরুদ্ধে করেছিলেন ৮ রান। পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে ৮ বলে মাত্র ১। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং বলেছেন, তাঁর একাডেমিতে আসার আগে অর্জুন ব্যাটিংয়ের সে ভাবে সুযোগ পাচ্ছিলেন না।

কলকাতা: ওয়ান ডে ক্রিকেটে একসময় ওপেনার হিসেবে আবির্ভাব হয়েছিল সচিন তেন্ডুলকরের। বাকিটা ইতিহাস। আন্তর্জাতিক ক্ষেত্রে না হলেও ঘরোয়া ক্রিকেটে বাবার মতোই ওপেনিংয়ে নামানো হয়েছে ছেলেকে। কিন্তু পর পর ওপেন করার সুযোগ পেয়েও রান পেলেন না অর্জুন তেন্ডুলকর। বিজয় হাজারে ট্রফিতে গোয়ার প্রত্য়াশা মেটাতে পারলেন না সচিনপুত্র। ১৯, ২৪ আর ১ করে ফিরতে হয়েছে তাঁকে। না, এ নিয়ে বিতর্ক দেখা দেয়নি। তবে অর্জুনকে আবার ওপেনার হিসেবে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে কিন্তু।
প্রথমবার ওপেন করতে নেমে মুম্বইয়ের বিরুদ্ধে করেছেন ২৪ রান। উওরাখন্ডের বিরুদ্ধে করেছিলেন ৮ রান। পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে ৮ বলে মাত্র ১। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং বলেছেন, তাঁর একাডেমিতে আসার আগে অর্জুন ব্যাটিংয়ের সে ভাবে সুযোগ পাচ্ছিলেন না। যুবির কথায়, “অর্জুনকে বোলার হিসেবে দেখা হলেও ও কিন্তু ভালো ব্যাটারও। কোচেরা ওর বোলিংকেই গুরুত্ব দেয়। আমি জানি না, কোচদের কী সমস্যা। আমার কাছে ট্রেনিংয়ের সময় একদিন ও চোট পায়। আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। চোট সারিয়ে ট্রেনিংয়ে ফিরলে ওকে প্যাড পরতে বলি। কিন্তু ও বলেছিল, ব্যাটিং করার সুযোগই ওকে দেওয়া হয় না।” যুবরাজ আরও বলেন, তাঁর অ্যাকাডেমিতে প্রায় এক সপ্তাহ ব্যাটিং অনুশীলনের পরই রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন অর্জুন।
এখানেই শেষ নয়, যুবি কিন্তু দাবি করেছেন, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময়ও তিনি টিমকে অনুরোধ করেছিলেন অর্জুনকে ওপেন করাতে। কিন্তু তাঁর সেই কথা শোনা হয়নি। একটা ব্যাপার পরিষ্কার, অর্জুনকে ব্যাটার হিসেবেও দেখতে চান যুবি। তাঁর বাবা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। বাপ কা বেটা যখন ব্যাট হাতে কিছু নিশ্চয়ই করবেন।
