Arjun Tendulkar IPL Debut: অপেক্ষার অবসান, নাইটদের বিরুদ্ধে আইপিএল অভিষেক অর্জুন তেন্ডুলকরের

MI vs KKR, IPL 2023: পেটের সমস্যার কারণে কেকেআরের বিরুদ্ধে আজ একাদশে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়াংখেড়েতে আইপিএল ডেবিউ হল সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)।

Arjun Tendulkar IPL Debut: অপেক্ষার অবসান, নাইটদের বিরুদ্ধে আইপিএল অভিষেক অর্জুন তেন্ডুলকরের
Arjun Tendulkar IPL Debut: অপেক্ষার অবসান, নাইটদের বিরুদ্ধে আইপিএল অভিষেক সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 6:34 PM

মুম্বই: অবশেষে অপেক্ষার অবসান। রবিবাসরীয় আইপিএলে (IPL 2023) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের (KKR) বিরুদ্ধে আইপিএল ডেবিউ হল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। টানা তিন বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে আছেন অর্জুন। কিন্তু এতদিন আইপিএলে খেলার শিকে ছেঁড়েনি অর্জুনের। নেটে দিনের পর দিন নজর কেড়েছেন অর্জুন। অবশেষে আইপিএল যাত্রা শুরু হল সচিনপুত্রের। অর্জুন অবশ্য আইপিএল ডেবিউ ম্যাচে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেলছেন না। কারণ আজ, রবিবার কেকেআরের বিরুদ্ধে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন না হিটম্যানয তাঁর পরিবর্তে টস করতে আসেন সূর্যকুমার যাদব। কিন্তু কেন MI এর দায়িত্বে আজ নেই রোহিত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রোহিতের বদলে মুম্বইয়ের হয়ে টস করতে আসা সূর্যকুমার জানান, পেটের সমস্যার কারণে রোহিত আজ একাদশে নেই। চলতি আইপিএলে এই প্রথম সাবস্টিটউট হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্ট্যান ইন ক্যাপ্টেন স্কাই। যেহেতু পরের দিকে রান তাড়া করবে মুম্বই, তাই হয়তো দলের প্রয়োজন হলে রোহিত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে নামতে পারেন।

রবিবাসরীয় ম্যাচে ক্যামেরা ও ক্রিকেট প্রেমীদের ফোকাসে বিশেষ করে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। রোহিত শর্মার হাত থেকে আইপিএল ডেবিউ ক্যাপ পেয়েছেন অর্জুন। ১৬তম আইপিএলে মুম্বইয়ের হয়ে শেষ দু’টো ম্যাচে সাবস্টিটিউট হিসেবে ছিলেন অর্জুন তেন্ডুলকর। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে নামানো হয়নি। যে কারণে অর্জুনের আইপিএল ডেবিউ হয়নি। অবশেষে আজ, ঘরের মাঠে অর্জুনের আইপিএলে লক্ষ্যভেদ হল। ডেবিউ ম্যাচে খেলতে নেমেই নতুন বল হাতে নিজের স্পেল শুরু করেন অর্জুন। প্রথম ওভারে ৪ রান দেন তিনি। অর্জুনের খেলা দেখতে ওয়াংখেড়েতে আজ হাজির গোটা তেন্ডুলকর ফ্যামিলি।

প্রসঙ্গত, মুম্বই প্রিমিয়ার লিগে অলরাউন্ডার হিসেবে খেলেন অর্জুন। মাঝে মাঝে অর্জুন ৪ নম্বরে ব্যাট করতেও নামেন। আইপিএল ভিন্ন ধাঁচের খেলা হওয়ায় এখানে সুযোগ পাওয়া এতটাও সহজ নয়। তাই, একঝাঁক প্রতিভার মধ্যে বেশ পরীক্ষা দিয়ে অর্জুনকে নিজের জায়গা করে নিতে হল। যা করতে গিয়ে অনেকটা বেশি সময় লেগে গেল। এ বার দেখার ডেবিউ ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন। অর্জুন টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও অবধি ৯টি ম্যাচে খেলে ১৯৮ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৬.৬০।